scorecardresearch
 

Copa America 2024 Euro Cup Updates: কোপা থেকে বিদায় ব্রাজিলের, ইউরো সেমি ফাইনালে ইংল্যান্ড-নেদারল্যান্ডস

কোপা আমেরিকা (Copa America) থেকে বিদায় নিল ব্রাজিল (Brazil)। উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। ফলে সেমি ফাইনালে কলম্বিয়ার (Colombia) মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে ইউরো কাপে (Euro Cup 2024) টাইব্রেকারে জয় পেয়েছে ইংল্যান্ড (England)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে গিয়েও জিতে যায় তারা। সেমি ফাইনালে তাদের সামনে তুরস্ককে হারানো নেদারল্যান্ডস। শনিবার মধ্যরাতে শুরু হওয়া এই ম্যাচে ২-১ গোলে তুরস্ককে হারান গ্যাকপোরা।

Advertisement
ইংল্যান্ড, নেদারল্যান্ড ও উরুগুয়ে ইংল্যান্ড, নেদারল্যান্ড ও উরুগুয়ে

কোপা আমেরিকা (Copa America) থেকে বিদায় নিল ব্রাজিল (Brazil)। উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। ফলে সেমি ফাইনালে কলম্বিয়ার (Colombia) মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে ইউরো কাপে (Euro Cup 2024) টাইব্রেকারে জয় পেয়েছে ইংল্যান্ড (England)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে গিয়েও জিতে যায় তারা। সেমি ফাইনালে তাদের সামনে তুরস্ককে হারানো নেদারল্যান্ডস। শনিবার মধ্যরাতে শুরু হওয়া এই ম্যাচে ২-১ গোলে তুরস্ককে হারান গ্যাকপোরা।

ব্রাজিলের বিদায়
৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। দুই দলই একের পর আক্রমণ করলেও কাজের কাজটা করতে পারেনি কোনও দলই। কার্ড সমস্যায় ভিনিশিয়াস জুনিয়র না থাকায় সমস্যা আরও বাড়ে ব্রাজিলের। প্রথমবারের মতো সেলেসাও একাদশে খেলার সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপে। বড় ম্যাচে তার ভূমিকা দেখার অপেক্ষায় ছিল ব্রাজিল ভক্তরা, তবে তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। টাইব্রেকারে এডের মিলিটাও ও ডগলাস লুইস মিস করেন। অন্যদিকে উরুগুয়ের জোসে গিমিনেজ মিস করলেও বাকি চারটি শট থেকে গোল পায় উরুগুয়ে। 

ফের দারুণ কামব্যাক ইংল্যান্ডের
ম্যাচের ৭৫ মিনিটে গোল খেয়ে যায় ইংল্যান্ড। দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো।  ডান প্রান্ত ধরে এনডয়ে বক্সে বল পাঠান। সেই বল বার করতে পারেননি জন স্টোনস। তাঁর পায়ে লেগে বল যায় এমবোলোর কাছে। কাইল ওয়াকারকে ঘাড়ের কাছে নিয়ে গোল করেন তিনি। পিকফোর্ডের কিছু করার ছিল না। গোল খাওয়ার পরেই তা শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। সাউথগেট নামিয়ে দেন পালমার ও লুক শকে। এরপরেই গোল পায় তারা। ৮০ মিনিটে সমতা ফেরান বুকায়ো সাকা। বক্সের বাইরে বল ধরে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। তবে গোলের ক্ষেত্রে দোষ রয়েছে সুইৎজারল্যান্ডের রক্ষণ ও গোলরক্ষক ইয়ান সোমারের। রক্ষণের কেউ সাকাকে আটকানোর চেষ্টা করেননি। 

আরও পড়ুন

Advertisement

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু আর গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে গোল করেন কোল পামার, জুড বেলিংহ্যাম, সাকা, ইভান টনি ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন ফ্যাবিয়ান স্কার, জার্দান শাকিরি ও জেকি আমদুনি। কিন্তু প্রথম শটে গোল করতে ব্যর্থ হন ম্যানুয়েল আকানজি। তাঁর দুর্বল শট সেভ করেন দেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। ফলে টাইব্রেকারে ৫-৩ জয় পেল ইংল্যান্ড। 

সেমি ফাইনালে চলে গেল নেদারল্যান্ডসও
দারুণ কামব্যাক করেছে নেদারল্যান্ডসও। ৩৫ মিনিটে তুরস্ক গোল পেয়ে এগিয়ে যায়। সামেত আকায়দিন গোল করেন। ম্যাচের ৭০ মিনিটে স্টেফান ডি ভ্রিজ সমতা ফেরান। ৭৬ মিনিটে তুরস্ক আত্মঘাতী গোল খেয়ে যাওয়ায় ম্যাচ হেরে যায় তুরস্ক। ম্যাচের একেবারে শেষদিকে লাল কার্ড দেখেন বের্তুন। শেষ চারে ইংল্যান্ডের সামনে তারা।    
 

Advertisement