Copa America 2024: কোপা সেমি ফাইনাল বুধবার থেকে শুরু, কবে কাদের ম্যাচ?

জমজমাট কোপা আমেরিকার (Copa America 2024) লড়াই। ব্রাজিল (Brazil) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, উরুগুয়ে (Uruguay) আর আর্জেন্টিনার (Argentina) উপস্থিতি সেমি ফাইনাল ও ফাইনালকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে এটা মানতেই হবে, কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখনও সেরা ছন্দে আসতে পারেনি। লিওনেল মেসিকেও (Lionel Messi) পুরনো ফর্মে দেখা যায়নি। সেটাই কিছুটা চিন্তায় রাখবে তাদের।

Advertisement
কোপা সেমি ফাইনাল বুধবার থেকে শুরু, কবে কাদের ম্যাচ?Copa America

জমজমাট কোপা আমেরিকার (Copa America 2024) লড়াই। ব্রাজিল (Brazil) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, উরুগুয়ে (Uruguay) আর আর্জেন্টিনার (Argentina) উপস্থিতি সেমি ফাইনাল ও ফাইনালকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে এটা মানতেই হবে, কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখনও সেরা ছন্দে আসতে পারেনি। লিওনেল মেসিকেও (Lionel Messi) পুরনো ফর্মে দেখা যায়নি। সেটাই কিছুটা চিন্তায় রাখবে তাদের।
সেমি ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি কানাডা

কোপা আমেরিকায় একই গ্রুপে ছিল আর্জেন্তিনা ও কানাডা। টুর্নামেন্টে মেসিদের অভিযান শুরুই হয়েছিল কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ২-০ গোলে কানাডাকে হারিয়েছিল আর্জেন্তিনা। এবার শেষ চারের লড়াইয়ে ফের সেই কানাডার মুখোমুখি লা আলবিসেলেস্তেরা। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিরুদ্ধে খেলবেন মেসিরা। আর্জেন্তিনার ফিফা ব়্যাঙ্কিং ১। কানাডা রয়েছে ৪৮ নম্বরে। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নেমেই সেমিফাইনালে জায়গা করে নিল তারা।
 

উরুগুয়ের বিরুদ্ধে নামবে কলম্বিয়া

দ্বিতীয় সেমি ফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে টাইব্রেকারে উতরে গেছে দলটি। 

সাম্প্রতিক বড় আসরগুলোতে আর্জেন্টাইনদের সফলতার হার অসাধারণ। ২০২১ সালে কোপা জিতে ২৮ বছরের শিরোপা খরা ঘোচানোর পর ২০২২ সালে তারা জিতেছিল বিশ্বকাপ। অন্যদিকে, কানাডা ইতোমধ্যে গড়ে ফেলেছে ইতিহাস। প্রথমবার কোপায় খেলতে এসেই শেষ চারে উঠেছে তারা। কোয়ার্টারে তারা টাইব্রেকারে পরাস্ত করেছে ভেনেজুয়েলাকে। আর গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল এই দল দুটি। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

দারুণ ছন্দে কলম্বিয়া ও উরুগুয়ে

এবারের কোপায় সবচেয়ে ভালো ফর্মে থাকা দল দুটি হলো কলম্বিয়া ও উরুগুয়ে। তাই দ্বিতীয় সেমি ফাইনালে তাদের লড়াই হতে পারে উত্তেজনাপূর্ণ। টানা ২৭ ম্যাচ অপরাজিত রয়েছে কলম্বিয়ানরা। চলতি আসরে চার ম্যাচ খেলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ গোল করেছে তারা। শেষ আটে পানামাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে দলটি। জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। অন্যদিকে, উরুগুইয়ানরা আরও বেশি উজ্জীবিত রয়েছে ব্রাজিলকে বিদায় করে দেওয়ায়। টাইব্রেকারে গড়ানো কোয়ার্টারে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে তারা। কলম্বিয়ার মতো তাদের দলেও রয়েছে ব্যবধান তৈরি করার মতো একাধিক ফুটবলার। 

Advertisement

POST A COMMENT
Advertisement