scorecardresearch
 

Sunil Narine Gets Red Card: ক্রিকেটে প্রথম রেড কার্ড দেখলেন নারিন, মাঠ ছাড়তে হল কেন?

ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখলেন সুনীল নারিন। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এ বছর সিপিএলে লাল কার্ডের প্রচলন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারিনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারিনকে।

Advertisement
সুনীল নারিন সুনীল নারিন

ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখলেন সুনীল নারিন। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এ বছর সিপিএলে লাল কার্ডের প্রচলন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারিনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারিনকে।

কেন এমনটা হল?
স্লো ওভার রেটের কারণে ২০ ওভার বল করতে পারেনি সুনীলের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভার শুরু হওয়ার আগেই মাঠের বাইরে চলে যেতে হয় নারিনকে। তবে তিনি এর আগেই কোটার চার ওভার শেষ করে ফেলেন। নিয়ম অনুযায়ী, দল লাল কার্ড দেখলে যে কোনও এক ক্রিকেটারকে মাঠের বাইরে যেতে হয়। চার ওভার শেষ করে ফেলায়, তাঁকেই তাই ড্রেসিংরুমে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। 

ক্যারেবিয়ান লিগে নিয়ম কী?

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নতুন নিয়ম অনুযায়ী, স্লো ওভার-রেটের তৃতীয় তথা চূড়ান্ত শাস্তি হিসেবে লাল-কার্ড ব্যবহার করা হয়। ১৯তম ওভারের শুরুতেও যদি সেই দল নির্ধারিত সময়ের থেকে কম ওভার করে থাকে, তবে বাড়তি দু'জন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে রাখতে হবে হবে। অর্থাৎ, এক্ষেত্রে বৃত্তের ভিতরে থাকবে মোট ৬ জন ফিল্ডার।

আরও পড়ুন

Advertisement

২০তম ওভারের শুরুতেও যদি সেই দল নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে থাকে, তবে বৃত্তের বাইরে থাকা একজন ফিল্ডারকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হবে। অর্থাৎ, বোলার-কিপার বাদে সেক্ষেত্রে বৃত্তের ভিরতে থাকবে ৬ জন ফিল্ডার এবং বাইরে থাকবে ২ জন ফিল্ডার। ফুটবলের মতোই তখন মাঠে থাকবেন ১০ জন ফিল্ডার। অর্থাৎ এক ফিল্ডার কম নিয়েই শেষ ওভারে বল করতে হবে ফিল্ডিং দলকে। 
   
 

Advertisement