Cristiano Ronaldo: ভারতে খেলতে আসছেন রোনাল্ডো? আজই চূড়ান্ত হয়ে যাবে...

ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ ঠিকই শুনেছেন। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রোনাল্ডোর আল নাসের। এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা আগেই অর্জন করে ফেলেছিল মুম্বই সিটি এফসি।

Advertisement
ভারতে খেলতে আসছেন রোনাল্ডো? আজই চূড়ান্ত হয়ে যাবে...ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ ঠিকই শুনেছেন। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রোনাল্ডোর আল নাসের। এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা আগেই অর্জন করে ফেলেছিল মুম্বই সিটি এফসি।


যদিও কিছুই এখনও নিশ্চিত নয়। বুধবার বিকেলে লটারি হবে এএফসি-র সদর দপ্তর কুয়ালালামপুরে। তারপরেই রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনার ব্যাপারে জানা যাবে। মুম্বইয়ের সঙ্গে যদি আল নাসেরের খেলা পড়ে তবেই ভারতে খেলতে আসবেন সিআর সেভেন। ভারতে আল নাসেরের বিরুদ্ধে খেলা হলে, তা হবে পুনেতে। শ্রী শিব ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সের মাঠকে নিজেদের হোম গ্রাউন্ড বলে জানিয়েছে মুম্বই সিটি এফসি। কারণ, মুম্বই ফুটবল এরিনাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ করার মতো পরিকাঠামোর অভাব রয়েছে। রোনাল্ডো এর আগে ভারতে আসেননি। ফলে তিনি এলে তাঁকে নিয়ে যে উন্মাদনা তৈরি হবে তা বলাই বাহুল্য।     


বিশ্বকাপ জেতার অনেক আগেই ভারতে এসেছিলেন বিশ্ব ফুটবলের আরেক সুপারস্টার লিওনেল মেসি। কলকাতায় অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে খেলে গিয়েছেন তাঁর প্রথম ম্যাচ। যদিও সেটা ছিল একেবারেই প্রদর্শনী ম্যাচ। তবুও বিশ্বকাপ জেতার পর আবারও মেসি ভারতে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও তা এখনও নিশ্চিত নয়। 


এর মধ্যেই যদি রোনাল্ডোও ম্যাচ খেলতে চলে আসেন তা হলে ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য বিরাট খবর তা বলাই যায়। মঙ্গলবারের ম্যাচে যদিও গোল করতে পারেননি সিআর সেভেন। ১১ মিনিটে তালিস্কার করা গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। যদিও সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সিআর সেভেনের ক্লাব। ১৮ মিনিটে শাবাব আল আহলির হয়ে সমতা ফেরান ইয়াহিয়া আল-গাস্সানি। ম্যাচের একেবারে শেষদিকে ৯ মিনিটের ঝড়ে শেষ হয়ে যায় শাবাব আল আহলি। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলতান আল ঘানাম। ৯৫ মিনিটে ব্যবধান বাড়ান তালিস্কা। শেষে মার্সেলো ব্রোজভিচের গোলে ৪-২ ফলে শেষ হয় ম্যাচ।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement