scorecardresearch
 

Cristiano Ronaldo: ম্যাচ হেরে মেজাজ হারিয়ে এ কী করলেন রোনাল্ডো, VIRAL VIDEO

জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগে (Saudi Pro League) হেরে গিয়ে রেগে জলের বোতলে লাথি মারলেন সিআর সেভেন। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আল ইত্তিহাদের কাছে বৃহস্পতিবার ০-১ গোলে হেরে গেল আল নাসের (Al Nassr)। রোনাল্ডো সই করার পর সৌদি প্রো লিগে প্রথম ম্যাচ হারল আল নাসের। শেষ দুই ম্যাচে একটাও গল করতে পারেননি পর্তুগিজ তারকা। 

Advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
হাইলাইটস
  • মেজাজ হারিয়ে ফেললেন রোনাল্ডো
  • ভাইরাল ভিডিও

জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগে (Saudi Pro League) হেরে গিয়ে রেগে জলের বোতলে লাথি মারলেন সিআর সেভেন। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আল ইত্তিহাদের কাছে বৃহস্পতিবার ০-১ গোলে হেরে গেল আল নাসের (Al Nassr)। রোনাল্ডো সই করার পর সৌদি প্রো লিগে প্রথম ম্যাচ হারল আল নাসের। শেষ দুই ম্যাচে একটাও গল করতে পারেননি পর্তুগিজ তারকা। 

একে দলের হার আর তার ওপর নিজের গোল না পাওয়া সব মিলিয়ে বেশ রেগে গিয়েছিলেন রোনাল্ডো। ম্যাচ শেষের বাঁশি বাজার পরেই ড্রেসিংরুমে যাওয়ার সময় হতাশা প্রকাশ করেন রোনাল্ডো। মাঠ থেকে টানেলের দিকে যাওয়ার সময় রাগে গজগজ করতে থাকা রোনাল্ডো তখনই রিজার্ভ বেঞ্চের সামনে থাকা জলের বোতেলে লাথি মারেন। মাথা নাড়াতে নাড়তে হতাশ হয়ে সাজঘরে ঢুকে যান তিনি। 

আরও পড়ুন: প্রাক্তন মিস ইন্ডিয়া থেকে ব্রাজিলের নায়িকা, বিরাট-লাইফে নারী ক'জন?

রোনাল্ডো রেগে গিয়েছেন বুঝতে পেরে ছুটেয়াসেন আল নেসেরের আরেক ফুটবলার। তাতেও রাগ কমেনি তাঁর। হাত ছুঁড়ে নিজের হতাশা প্রকাশ করেন রোনাল্ডো। গত মাসে বেশ ভাল ছন্দে ছিলেন রোনাল্ডো । এই মাসের শুরুতে সৌদির দুই বড় ক্লাবের লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারেন রোনাল্ডো, সে দিকে সকলের নজর ছিল। তবে তিনি হতাশ করলেন। দলকেও জয় এনে দিতে পারেননি সিআর সেভেন। 

তবে গোলের সুযোগ যে একেবারে পাননি এমনটা বলা যাবে না। রোনাল্ডোর শট বাঁচিয়ে দেন আল ইত্তিহাদের গোলরক্ষক মার্সেলো গ্রোহে। পরে জানা যায় গোলে শট করার অফসাইডে ছিলেন তিনি। ম্যচের ৮০ মিনিটে জয়সূচক গোলটা করেন রোমারিনহো। আল ইত্তিহাদের ডিফেন্ডার আহমেদ শারাহিলির পাস থেকে গোল করে যান রোমারিনহো। 

Advertisement

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের পাশে রোনাল্ডো, কত টাকা দান?

সব মিলিয়েই ম্যাচ শেষে হতাশ রোনাল্ডো। তবে পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন সিআর সেভেন। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন প্রাক্তন রিয়াল তারকা, ‘এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মরশুম আর খেলায় মনোযোগী।’

           

Advertisement