Cristiano Ronaldo New Record: ৯০ মিনিটে ১ মিলিয়ন! মাঠের বাইরে বিশ্বরেকর্ড রোনাল্ডোর, মেসিকে দিলেন ১০ গোল

ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে রেকর্ড গড়ে ফেললেন তিনি। ইউটিউবের (Youtube) দুনিয়ায় পা রেখেই বিশ্বরেকর্ড সিআর সেভেনের। গোটা বিশ্বেই তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করলে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ইউটিউবেও তার অন্যথা হয়নি। চ্যানেল খোলা মাত্র সাবস্ক্রাইবারের সংখ্যাতেও রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা। 

Advertisement
৯০ মিনিটে ১ মিলিয়ন! মাঠের বাইরে বিশ্বরেকর্ড রোনাল্ডোর, মেসিকে দিলেন ১০ গোল lionel messi, cristiano ronaldo

ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে রেকর্ড গড়ে ফেললেন তিনি। ইউটিউবের (Youtube) দুনিয়ায় পা রেখেই বিশ্বরেকর্ড সিআর সেভেনের। গোটা বিশ্বেই তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করলে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ইউটিউবেও তার অন্যথা হয়নি। চ্যানেল খোলা মাত্র সাবস্ক্রাইবারের সংখ্যাতেও রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা। 

কী কী থাকবে রোনাল্ডোর এই চ্যানেলে?
বুধবার, রোনাল্ডো নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন। যার নাম তিনি দেন ‘UR Cristiano’। ৯০ মিনিটের মধ্যেই তাঁর চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ায় ১ মিলিয়ন। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১ মিলিয়নের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন তিনি। চ্যানেলে কি শুধু ফুটবল বিষয়ক কনটেন্টই থাকবে? অনুরাগীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, এই চ্যানেলে ফুটবল নিয়ে নানা খবর তো থাকবেই! সঙ্গে পরিবার, ডায়েট, সুস্থ থাকার টিপস প্রভৃতি নিয়েও আলোচনা থাকবে।

লিওনেল মেসিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন রোনাল্ডো

ফুটবলের মাঠে, লিওনেল মেসির সঙ্গে রোনাল্ডোর লড়াই গত এক দশকেরও বেশি সময় উপভোগ করেছেন ফুটবল ফ্যানরা। কে বেশি জনপ্রিয় তা নিয়েও তর্ক চলেছে নানা মাধ্যমে। তবে এবার আর্জেন্টিনার সুপারস্টারকে অনেকটা পেছনে ফেলে দিলেন পর্তুগিজ তারকা। ২০০৬ সালে ইউটিউব চ্যানেল খোলেন মেসি। এখনও পর্যন্ত তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ২.২৭ মিলিয়ন। অর্থাৎ রোনাল্ডোর চেয়ে অনেকটাই পিছিয়ে মেসি৷


পরিবারের সদস্যদের দারুণ চমক দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এর মধ্যেই ১ মিলিয়ন সাবস্ত্রাইবার হয়ে যাওয়ায় ইউটিউব থেকে সোনার প্লে বাটন পেয়েছেন রোনাল্ডো। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন রোনাল্ডো। যেখানে দেখা যায়, সোনার প্লে বাটন নিয়ে বাড়িতে ঢুকছেন রোনাল্ডো। তাঁর হাতে এই প্লে বাটন দেখে চমকে ওঠে তাঁর সন্তানরা। পোস্টে সিআর সেভেন লিখেছেন, 'এই পুরস্কার আমার পরিবারের জন্য।'    

Advertisement

POST A COMMENT
Advertisement