নেশনস লিগে (Nations League) পোল্যান্ডকে (Poland) ৫-১ গোলে হারাল পর্তুগাল (Portugal)। তবে আলোচনা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বাইসাইকেল কিকে করা গোল নিয়েই। শুক্রবার রাতে সেই গোল ভক্তদের মন জয় করে নিল। ৪০-এর গোড়ায় পৌঁছেও যেন সেই পুরনো রোনাল্ডোর ঝলক দেখতে পেলেন তাঁর ভক্তরা। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধেখা গেল পর্তুগালের দাপট।
৮৭ মিনিটে দর্শনীয় গোল রোনাল্ডোর
৫৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বৃদ্ধি করেন রোনাল্ডো। এর পর একে একে গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং পেদ্রো নেটো। তবে সবচেয়ে দর্শনীয় গোলটি হয় ৮৭ মিনিটে। শরীর ছুড়ে ঘুরে গিয়ে বাইসাইকেল কিকে গোল করেন রোনাল্ডো। পরের মিনিটেই একটি গোল শোধ করে পোল্যান্ড। ৮৮ মিনিটে ব্যবধান কমান ডমিনিক মারজুক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ৫-১ গোলে ম্যাচ জিতে নেয় পর্তুগাল।
অপরাজিত পর্তুগাল
পর্তুগাল নিজেদের না হারার রেকর্ড বহাল রাখল। এবং গ্রুপে টপে নিজেদের স্থান ধরে রাখল। এটা রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের ১৩২তম জয়। সেটাও রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এটাই একজন ফুটবলারের জন্য সবচেয়ে বেশি জয়। এর আগে স্পেনের সের্জিও র্যামোস ১৩১টি ম্যাচ জিতেছিলেন। শুক্রবারের জোড়া গোলে রোনাল্ডোর গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯১০-এ। এদিনের জয়ে পর্তুগালের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠাও নিশ্চিত হয়ে গেল।
পর্তুগাল এবারের নেশনস লিগে দারুণ ছন্দে। ইউরোর ব্যর্থতা কাটিয়ে একের পর এক ম্যাচ জিতে চলেছেন রোনাল্ডোরা। এবার দেখার কেরিয়ারের শেষদিকে এসেও সিআর সেভেন ম্যাজিক কাজ করে কিনা। কারণ, রোনাল্ডো খেলতে পারলে গোটা দল দারুণ ছন্দে থাকে। তা প্রায় সকলেরই জানা। কোয়ার্টার ফাইনালের পরেও তাঁর সেই দাপট বজায় থাকে কিনা সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন বিশ্বের অগনিত রোনাল্ডো ভক্ত।