scorecardresearch
 

Cristiano Ronaldo: আল নাসেরের জার্সিতে প্রথম হ্যাটট্রিক, ক্লাব ফুটবলে গোলের রেকর্ড রোনাল্ডোর

সমালোচকদের জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এক ম্যাচে চার চারটে গোল করে সকলকে চুপ করিয়ে ছাড়লেন সিআর সেভেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরে  (Al-Nassr FC) যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। 

Advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
হাইলাইটস
  • চার গোল রোনাল্ডোর
  • ৫০০ গোল হয়ে গেল তাঁর

বয়স বাড়লেও তিনি আজও একই রকম ভয়ঙ্কর, ক্ষিপ্র। গোল না পেলে তাঁকে নানা কথা শুনতে হয় ঠিকই, তবে যেদিন তিনি ফর্মে থাকেন সেদিন প্রতিপক্ষ বলে কাউকেই প্রায় খুঁজে পাওয়া যায় না মাঠে। বৃহস্পতিবারও ঠিক তেমনটাই ঘটল। সমালোচকদের জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এক ম্যাচে চার চারটে গোল করে সকলকে চুপ করিয়ে ছাড়লেন সিআর সেভেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরে  (Al-Nassr FC) যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। 


সৌদি আরবে (Saudi Arabia) আসার পরেই লিওনেল মেসির (Lionel Messi) পিএসজি-র (PSG) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে দু'টি গোল করলেও, আল নাসেরের হয়ে প্রথম ম্যাচে গোল করতে পারেননি রোনাল্ডো। আগের ম্যাচে এক গোল দিলেও, বৃহস্পতিবার রাতে একাই ধ্বংস করে দিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল ওয়েদাকে। ৪-০ গোলে জিতল আল নাসের। আর সেই চারটি গোলের চারটিই এল রোনাল্ডো কাছ থেকে। 

ক্লাব ফুটবলে ৫০০ গোল রোনাল্ডোর
২১ মিনিটের মাথায় প্রথম গোল করে রেকর্ড গড়ে ফেললেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে ৫০০ গোল হয়ে গেল তাঁর। ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ফেলেন পর্তুগিজ তারকা। এতেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া আল নাসের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ আল ওয়েদাকে নিয়ে কার্যত ছেলেখেলা করে আল নাসের।

আরও পড়ুন: লিগের ১০ নম্বরে থাকা জামসেদপুরের বিরুদ্ধে ড্র করে মান বাঁচাল মোহনবাগান

বিরতির পর শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় আল নাসের। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক করে ফেলেন রোনাল্ডো। এটাই সৌদির ক্লাবের হয়ে রোনাল্ডোর প্রথম হ্যাটট্রিক। ৩ গোলে এগিয়েও আক্রমণের ঝাঁজ কমায়নি রোনাল্ডোর দল। ৬১ মিনিটে ফের গোল করে যান সিআর সেভেন। ম্যাচে ফেরার সমস্ত আশা শেষ হয়ে যায় আল ওয়েদার।

Advertisement

আরও পড়ুন: 'আমাদের হাতে আর কিছু নেই,' হতাশ ইস্টবেঙ্গল কর্তা

চতুর্থ গোলের পর কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা যায় আল নাসেরকে। তবুও গোল করতে পারেনি আল ওয়েদা। এই জয়ের ফলে সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল আল নাসের। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭।      
   

Advertisement