scorecardresearch
 

FIFA World Cup 2022: জয় দিয়ে শেষ করতে চায় ক্রোয়েশিয়া ও মরক্কো, কোথায়-কীভাবে দেখবেন ম্যাচ?

FIFA World Cup 2022: গ্রুপ পর্বে এর আগে ক্রোয়েশিয়া ও মরক্কো পরস্পর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। যদিও তা গ্রুপ পর্বের ম্যাচ ছিল। কিন্তু আগামীকাল কে বাজিমাত করবে?

Advertisement
জয় দিয়ে শেষ করতে চায় ক্রোয়েশিয়া ও মরক্কো, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?  ছবি-গোল.কম জয় দিয়ে শেষ করতে চায় ক্রোয়েশিয়া ও মরক্কো, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ? ছবি-গোল.কম
হাইলাইটস
  • আজ শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থানের জন্য লড়াই
  • জয় দিয়ে শেষ করতে চায় ক্রোয়েশিয়া ও মরক্কো
  • কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

FIFA World Cup 2022: প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার (Argentina) কাছে হারতে হয়েছে ক্রোয়েশিয়াকে (Croatia)। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে (FIFA World Cup 2022 Semifinal) মরক্কো (Morocco) ভাল খেলেও গোলমুখ খুলতে না পেরে হেরে গিয়েছে ফ্রান্সের (France) বিরুদ্ধে। ফলে দু'দলের কাছেই এবারের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে। তবে তৃতীয় স্থানের ম্যাচ খেলে শেষমেষ জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার একটা সুযোগ থাকছে দু'দলের কাছেই। আজ শনিবার তাই আরও একবার মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো (Croatia Vs Morocco)।

গ্রুপ পর্বে এর আগে ক্রোয়েশিয়া ও মরক্কো পরস্পর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। যদিও তা গ্রুপ পর্বের ম্যাচ ছিল। কিন্তু আগামীকাল কে বাজিমাত করবে?

খেলা কবে?

১৭ ডিসেম্বর, শনিবার।

কোথায় খেলা?

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় শুক্রবার রাত ৮.৩০টায় ম্যাচ হবে।

কোথায় দেখা যাবে ক্রোয়েশিয়া বনাম মরক্কো ম্যাচটি?

স্পোর্টস ১৮ নেটওয়ার্ক, জিও সিনেমা অ্যাপ।

দুই দলের বিশ্বকাপ রেকর্ড

ক্রোয়েশিয়া ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল। এর পর মোট ছয় বার বিশ্বকাপে খেলেছে ক্রোটরা। ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা ফল ছিল, ২০১৮ সালে। গত বিশ্বকাপে লুকা মদ্রিচরা রানার্স হয়েছিল।

মরক্কো ১৯৭০ সালে প্রথম বার বিশ্বকাপে খেলেছিল। ক্রোয়েশিয়ার মতো মরক্কোও মোট ছয় বার বিশ্বকাপে খেলেছে। আপাতত চলতি বিশ্বকাপর সেমিফাইনালে ওঠাই মরক্কোর কাছে সেরা পারফরম্যান্স।

 

Advertisement