RCB vs CSK, IPL 2022: বিরাট-ধোনিদের ম্যাচের মাঝেই বয়ফ্রেন্ডকে প্রপোজ তরুণীর, Viral

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দেন এক যুবক। ক্যামেরায় তাঁদের দেখা যেতে মাঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বুধবারেও ঘটল সে রকম ঘটনা। মাঠে ছিলেন সেই ম্যাক্সওয়েল। তরুণ-তরুণী দুই জনেই আরসিবি-র সমর্থক। বিরাটদের (Virat Kohli) জার্সি পরে তাঁদের সমর্থন করতে এসেছিলেন দুই জনেই।

Advertisement
বিরাট-ধোনিদের ম্যাচের মাঝেই বয়ফ্রেন্ডকে প্রপোজ তরুণীর, Viral   বয়ফ্রেন্ডকে প্রপোজ করলেন তরুণী
হাইলাইটস
  • ভাইরাল প্রপোজ করার ছবি
  • ফের হারল চেন্নাই

ক্রিকেট মাঠে গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সফর চলাকালীন গ্যালারিতে অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দেন ভারতীয় এক যুবক। আর এবার আইপিএল-এ দেখা গেল একেবারে উল্টো ছবি। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যাঞ্জার্স ব্যাঙ্গালোর (CSK vs RCB)। এই ম্যাচে দ্বিতীয় ইনিংস চলাকালীন বয়ফ্রেন্ডের সামনে হাঁটু মুড়ে বসে রিং দিয়ে প্রেমের প্রস্তাব দিলেন এক তরুণী। এই ছবি ভাইরাল হচ্ছে।

এছাড়াও ২০২০ সালে ভারতের ইংল্যান্ড সফরেও এক তরুণ তাঁর গার্লফ্রেন্ডকে রিং দিয়ে স্টেডিয়ামে প্রপোজ করেন। 

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব দেন এক যুবক। ক্যামেরায় তাঁদের দেখা যেতে মাঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বুধবারেও ঘটল সে রকম ঘটনা। মাঠে ছিলেন সেই ম্যাক্সওয়েল। তরুণ-তরুণী দুই জনেই আরসিবি-র সমর্থক। বিরাটদের (Virat Kohli) জার্সি পরে তাঁদের সমর্থন করতে এসেছিলেন দুই জনেই। টুইটারে এক ব্যবহারকারী এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সমান্তরাল দুনিয়ায় (Parallel Universe) এক তরুণীকে আইপিএল ম্যাচ চলাকালীন প্রপোজ করতে দেখা গেল।' একাদশ তম ওভারের শেষ বলের আগে এই ঘটনা টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে। 

আরও পড়ুন: 'ভোটে না জিতে ক্লাব প্রশাসনে আসা অনুচিত', কুণালকে নিশানা প্রসূনের ?

আরও পড়ুন: একাধিক রেকর্ডের সামনে ধোনি, RCB-র বিরুদ্ধে হবে সেই রেকর্ড?

গত মরশুমে চেন্নাই সুপার কিংসের দীপক চাহারও তাঁর গার্লফ্রেন্ড জয়া ভরদ্বাজকে স্টেডিয়ামে রিং দিয়ে প্রপোজ করেন। তবে সেটা খেলা চলাকালীন ছিল না।  

     

POST A COMMENT
Advertisement