Gukesh Beat Carlsen: কটাক্ষের জবাব ৬৪ খোপে, আবার কার্লসেনকে হারালেন গুকেশ, Video

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রতিপক্ষ গুকেশকে কটাক্ষ করেছিলেন। আর সেই ভারতীয় দাবাড়ুর কাছেই মগজাস্ত্রের লড়াইয়ে ফের হারতে হল ম্যাগনাস কার্লসনকে। যা নিয়ে ফের হইচই পড়ে গিয়েছে দাবাড়ু মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, রাশিয়ান দাবাড়ুর একাধিপত্য নিয়েও।

Advertisement
কটাক্ষের জবাব ৬৪ খোপে, আবার কার্লসেনকে হারালেন গুকেশ, Videoনরওয়ে দাবায় ডি গুকেশের কাছে বিনীতভাবে হারের পর ম্যাগনাস কার্লসেন নির্মম স্বীকারোক্তি দিলেন

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রতিপক্ষ গুকেশকে কটাক্ষ করেছিলেন। আর সেই ভারতীয় দাবাড়ুর কাছেই মগজাস্ত্রের লড়াইয়ে ফের হারতে হল ম্যাগনাস কার্লসনকে। যা নিয়ে ফের হইচই পড়ে গিয়েছে দাবাড়ু মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, রাশিয়ান দাবাড়ুর একাধিপত্য নিয়েও। 
গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র‍্যাপিড ২০২৫ টুর্নামেন্টে কার্লসেনকে ফের হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন ভারতীয় দাবাড়ু। টুর্নামেন্টে গুকেশের শুরুটা একেবারেই ভাল হয়নি। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন গুকেশ। তবে দারুণভাবে ফিরে আসেন গুকেশ। পরের দুই রাউন্ডে জিতে কার্লসেনের বিরুদ্ধে নামার আগে গুকেশ পয়েন্টের দিক থেকে ছুঁয়ে ফেলেন কার্লসেনকে। 

এই রাউন্ডে কার্লসেনের কাছে হারলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়তেন গুকেশ। কিন্তু বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি শুধু জিতলেন তাই নয়, রীতিমতো হেসেখেলে জিতলেন। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন গুকেশ। কিছুদিন আগেই নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়েছেন। তবু প্রাপ্য সমীহ পাননি গুকেশ। এই টুর্নামেন্টে নামার আগেও কার্লসেন মুকেশের দিকে কটাক্ষের তিরই ছুঁড়েছিলেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নিজের হাঁটুর বয়সী ভারতীয় দাবাড়ুকে টুর্নামেন্টের অন্যতম ‘দুর্বল প্লেয়ার’ বলে একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন। কার্লসেন বলেছিলেন, “গুকেশ আগের বার ভালো পারফর্ম করেছিল ঠিকই। কিন্তু ওকে প্রমাণ করতে হবে এই ফর্ম্যাটে ও সেরা প্লেয়ার। ওকে এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল প্লেয়ার হিসাবেই ধরছি।’

এবারে হারের পর অবশ্য গুকেশের প্রশংসা করেছেন তিনি। তবে হারের জন্য নিজের খারাপ ফর্মকেই দায়ী করেছেন কার্লসেন। তিনি বলছেন, 'সত্যি বলতে আমি এই মুহূর্তে খেলাটাকে উপভোগ করছি না। বড্ড দোনামনায় খেলছি। খুব খারাপ পারফর্ম করেছি। আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে। সত্যি বলতে ও এখন বেশ ভালো খেলছে।' সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভও মনে করছেন গুকেশ দারুণ ছন্দে। তিনি কমেন্ট্রি করতে করতে বলেন, 'যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওঁর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে।'  

Advertisement

POST A COMMENT
Advertisement