জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিস্ফোরক অভিযোগ তুলল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে ম্যাচ হারে দিল্লি। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনরা ৫ জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে বলে অভিযোগ দিল্লির। ডাগ আউটে বসে রাগে ফুঁসতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে।
কেন রেগে গেলেন সৌরভরা?
জস বাটলার, শিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন রাজস্থানের প্রথম একাদশে। তবে ইম্প্যাক্ট সাব হিসেবে নাম ছিল আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার ও রভম্যান পাওয়েল। আইপিএল-এর নিয়ম অনুসারে ইমপ্যাক্ট প্লেয়ার সহ মোট চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে দল গড়তে হয়। তিন জন বিদেশি থাকায়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরও একজনকে রাখতে পারত রাজস্থান। তবে সেখানে ছিলেন দুই জন। তা নিয়েই আপত্তি তুলেছে দিল্লি। ঋষভ পন্তদের ব্যাটিংয়ের সময় পাওয়েল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন। এরপর হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয়। এর পরেই রেগে যান পন্টিং এবং সৌরভ। আম্পায়ারের কাছে তাঁরা অভিযোগও তোলেন।
তবে নিয়ম ভাঙেনি রাজস্থান
দিল্লি অভিযোগ জানাতেই কর্তব্যরত আম্পায়ার তাঁদের বুঝিয়ে বলেন যে, রাজস্থান কোনও রকম নিয়ম ভাবেই ভাঙেনি। প্রথম একাদশে তাদের তিন জন বিদেশি থাকায় বার্গারকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়েছে। অন্য দিকে, পাওয়েল পরিবর্ত হিসেবে শুধুমাত্র ফিল্ডিং করছেন। অর্থাৎ গোটা ম্যাচে মাঠের মধ্যে রাজস্থানের মোট চার জন বিদেশিই উপস্থিত ছিলেন। আর সেটাই নিয়ম।
ম্যাচে যা হল
দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। তিনি মনে করেছিলেন পরে ব্যাট করার সুবিধা নেবেন। কারণ জয়পুরের মাঠে পরে বল করলে স্পিনারদের অসুবিধা হয় শিশিরের কারণে। কিন্তু বৃহস্পতিবার তেমনটা হল না। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৭৩ রানে।