ডার্বিতে গোল করে দলের হার বাঁচিয়েছেন। আর এবার দত্তাবাধে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল মোহনবাগান তারকা দিমিত্রি পেত্রাতোস। মাঠে নেমে গোল করা নতুন নয়। তবে এবার যুবভারতীর মতো সবুজ মখমলে মাঠ না হলেও ক্ষতি নেই। ফুটবল তো তাঁর কাছে শুধু খেলা নয়, জীবন। আর সেই কারণেই খেলা হচ্ছে দেখলেই তাঁর মন ছুটে যায় মাঠে।
এটাই প্রথম নয়, এর আগে যুবভারতীর সামনে কয়েকজন বাচ্চাকে খেলতে দেখে নেমে পড়েছিলেন দিমিত্রি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আর এবার দত্তাবাধে কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গেই নেমে পড়লেন ডার্বির অন্যতম তারা। বাচ্চাদের সঙ্গে খেলতে নেমেও গোল করলেন। শুধু তাই নয়, শিশুর মতোই আনন্দে মেতে উঠলেন মোহনবাগান স্ট্রাইকার। ঠিক যেভাবে শনিবারের ম্যাচে দলের হার বাঁচিয়ে কোটি কোটি সমর্থকের মুখে হাসি ফুটিয়ে আনন্দে মেতেছিলেন। আসলে ফুটবল তাঁর কাছে আবেগের। ফুটবলের মক্কায় এসে তাই মনের আনন্দে নিজের কাজটা করে যাচ্ছেন দিমিত্রি।
ছোটদের সঙ্গে এই ম্যাচ খেলার ভিডিও শেয়ার করে দিমিত্রি লিখেছেন 'একটা শব্দই বলা যায়, আনন্দ।' সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। সত্যি তো শুধু তো পেশার তাগিদে তো নয়, ভালবাসা দিয়ে ফুটবলটা খেলেন বলেই হয়ত দলকে জেতানো বা হার বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা নেন দিমিত্রি। বারেবারে যেন সেটাই প্রমাণ করে দিচ্ছেন তিনি।
ম্যাচের ৩ মিনিটেই অজয় ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ১৭ মিনিটেই আর্মান্দো সাদিকুর দারুণ ভলিতে সমতা ফেরায় মোহনবাগান। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনও দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। সবুজ-মেরুনের আধিপত্যের মাঝেই পেনাল্টি পেয়ে যায় লাল-হলুদ। ৫৫ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন ক্যাপ্টেন ক্লেইটন। এই মরসুমে শুরু থেকে ফর্মে না থাকলেও সুপার কাপ থেকেই ছন্দ ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যদিও শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষ লগ্নে বিতর্কিত গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। সেই সময়ই তোলা এই শিশুর ভিডিও ভাইরাল হয়ে যায়।