ডোনা গঙ্গোপাধ্যায়সোশ্যাল মিডিয়ার যুগে কোনও সেলিব্রেটিকে কুরুচিকর কমেন্ট করা এখন খুব সাধারণ হয়ে গিয়েছে। আর এবার টার্গেট ডোনা গঙ্গোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানাতে বাধ্য হন ডোনা গঙ্গোপাধ্যায়। এবারেই প্রথম নয়, এর আগেও ডোনা এমন অবস্থার সম্মুখীন হয়েছেন।
কী কারণে অভিযোগ?
সৌরভ পত্নীর অভিযোগের উপর ভিত্তি করে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনার একটি নাচের অনুষ্ঠান নিয়ে ফেসবুক পেজে কুমন্তব্য করা হয়। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওড়িশি নাচের অনুষ্ঠান করেন ডোনা। তবে তিনি এমন ঘটনায় ক্ষুব্ধ। তাঁকে বডি শেমিং করা হয়েছে বলে অভিযোগ।
ডোনার অভিযোগ অনুযায়ী, গত ৪৫ বছর ধরে তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের অনুষ্ঠান করছেন। নাচ তাঁর পেশা ও আবেগ। বহু শিক্ষার্থী তাঁর কাছে ওড়িশি নৃত্য শেখেন। সারা বিশ্বজুড়ে ওড়িশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি। তাঁর অভিযোগের আঙুল একটি বিশেষ ফেসবুক পেজের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে। তার ফলে তাঁর খ্যতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি এটি মানহানিকর বলেই বলে করেন।
এই অন্যায়ের প্রতিবাদ করতেই থানায় যান ডোনা। তাঁকে হেনস্তা করা হয়েছে বলে তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রের সঙ্গে ওই পোষ্টের বিভিন্ন স্ক্রিনশট পুলিশের কাছে তুলে দেন ডোনা। ওই ফেসবুক সংক্রান্ত একটি মোবাইল নম্বরও পুলিশের কাছে দেন তিনি।
ডোনা গঙ্গোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। ফেসবুক পেজ এবং মোবাইল নম্বরের সূত্র ধরেই শুরু হয়েছে অপরাধীদের খোঁজ। দোষীদের গ্রেফতার করে উচিত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ডোনা। এর আগেও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময়ও থানায় অভিযোগ দায়ের করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নীকে। তবে শুধু ডোনা নন, এ ধরণের সমস্যায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকেই পড়তে হচ্ছে।