দুই তারকা ফুটবলরকে ছাড়াই খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি ম্যাচের আগে তাই চিন্তায় ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। পরে ভারতে আসায়, এখনও পুরোপুরি ফিট হতে পারেননি স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ডার্বিতে শুরু থেকে তাঁকে নাও খেলানো হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন লাল-হলুদ কোচ।
কেন নেই দুই তারকা?
ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে মেগা ডার্বিতে কার্ড সমস্যার জেরে খেলতে পারছেন না মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। বেশ অভিজ্ঞ এই ফুটবলরকে ছাড়াই নামতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে। মিডফিল্ডে বাড়তি দায়িত্ব নিতে হবে নাওরেম মহেশ সিংদের। দলে শুরু থেকে হয়ত খেলবেন না ক্লেইটন সিলভাও। পরে ভারতে আসায়, এখনও পুরোপুরি ফিট হতে পারেননি স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ডার্বিতে শুরু থেকে তাঁকে নাও খেলানো হতে পারে। পরিবর্ত হিসেবে বেশ কিছু ম্যাচে নামলেও এখনও গোল পাননি ক্লেইটন। তাই রবিবারের বড় ম্যাচে নামার আগে সর্তক লাল-হলুদ কোচ। নিজেদের দল তৈরি হলেও স্পেনের কোচ অবশ্য মেনে নিয়েছেন, এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কুয়াদ্রাতের কথায় মোহনবাগান ডার্বি হারের পর অনেক বদলে গিয়েছে। ডুরান্ড এবং এএফসি কাপে অনেকগুলি ম্যাচ খেলে পরিণত হয়েছে মোহনবাগান।
এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন,'ডুরান্ডের প্রথম ম্যাচে যে মোহনবাগানকে দেখেছিলাম এই দল তার থেকে অনেক আলাদা। ওই ম্যাচের পর ওরা অনেক ম্যাচ খেলেছে। ডুরান্ড, এএফসি কাপের ম্যাচ খেলেছে। বাংলাদেশ, নেপালের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। এখানে দেশের সেরা মুম্বই সিটিকে হারিয়েছে। দলের কৌশলও অনেক বদলে গিয়েছে। ওদের কোচ দলের মানসিকতা বদলে দিতে চাইছে। শারীরিক ভাবেও বেশ ফিট ওরা। তবে অনেক ম্যাচেই ওরা খুব কম ব্যবধানে জিতেছে। কখনও একটা পেনাল্টি থেকে খেলার মোড় ঘুরে গিয়েছে। তবে ওদের খেলা ভোঁতা করার জন্যে আমাদের হাতেও অস্ত্র রয়েছে।'