scorecardresearch
 

Durand Cup 2024 Mohun Bagan Match Tickets: ডুরান্ড কাপে মোহনবাগান ম্যাচের অফলাইন টিকিট; কবে থেকে, কীভাবে কাটবেন?

কলকাতা লিগে (CFL 2024) একেবারেই ভাল ছন্দে নেই মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার কলকাতা পুলিশের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র করার পরে সবুজ-মেরুনের সুপার সিক্সে ওঠা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। তবে ডুরান্ড কাপে (Durand Cup 2024) স্বমহিমায় ফিরবে দল। এমনটাই আশা করছেন মোহনবাগান (Mohun Bagan) ফ্যানরা। ২৭ জুলাই গতবারের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে ম্যাচ। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও, এবার অফলাইনেও টিকিট পাওয়া যাবে।    

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

কলকাতা লিগে (CFL 2024) একেবারেই ভাল ছন্দে নেই মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার কলকাতা পুলিশের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র করার পরে সবুজ-মেরুনের সুপার সিক্সে ওঠা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। তবে ডুরান্ড কাপে (Durand Cup 2024) স্বমহিমায় ফিরবে দল। এমনটাই আশা করছেন মোহনবাগান (Mohun Bagan) ফ্যানরা। ২৭ জুলাই গতবারের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে ম্যাচ। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও, এবার অফলাইনেও টিকিট পাওয়া যাবে।    

কবে থেকে পাওয়া যাবে অফলাইন টিকিট?
আগামী ২৭ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ডাউনটাউন হিরোস। এই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে, তা ঘোষণা করে দিয়েছে ডুরান্ড কমিটি। আগামী ২৫ জুলাই থেকে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে সমর্থকরা টিকিট কাটতে পারবেন। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। সেখান থেকে সমর্থকরা টিকিট কাটতে পারবেন। আগামী ২৫ জুলাই থেকে এই ম্যাচের টিকিট কাটতে পারবেন সমর্থকরা। অনলাইনে বুকমাইশো থেকে টিকিট কাটা যাবে। সেই টিকিট রিডিম করা যাবে মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে। এছাড়াও অফলাইনে টিকিট পাওয়া যাবে মোহনবাগান মাঠ এবং মহামেডান ক্লাবের বক্স হাউস থেকে। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে।

ডুরান্ডের প্রথম দিকেও খেলবে রিজার্ভ দল
সমর্থকদের একাংশের দাবি মোহনবাগান কর্তারা কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলেই এমন ফল হচ্ছে। তাই প্রত্যেকেই তাকিয়ে রয়েছে সিনিয়র দলের দিকে। তবে জানিয়ে রাখা ভাল, মোহনবাগানের সিনিয়র দল অনুশীলন শুরু করবে ২৯ জুলাই থেকে অর্থাৎ ডুরান্ড শুরু হওয়ার পরে। ফলে প্রথম কিছু ম্যাচে সিনিয়র দলের ফুটবলারদের পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রিজার্ভ দলই এই ম্যাচগুলি খেলবে। 

Advertisement

গত কয়েক মরশুম ধরে দুর্দান্ত ফুটবল খেলছে মোহনবাগানের (MBSG) সিনিয়র দল। গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) জিতেছে তারা। সেই সঙ্গে আইএসএল শিল্ড (ISL Shield) জিতেছে। তবে অল্পের জন্য চ্যাম্পিয়ন ট্রফি হাতছাড়া হয়। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারতে হয়।

আরও পড়ুন

Advertisement