scorecardresearch
 

Durand Cup 2024: শুরু ডুরান্ডের টিকিট বিক্রি, কীভাবে কাটবেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট?

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2024)। কলকাতা লিগ (CFL 2024) দিয়ে মরসুম শুরু হয়ে গেলেও ডুরান্ড কাপে খেলবেন বিদেশি ফুটবলাররা। ফলে ডুরান্ড কাপকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। গত মরসুমে ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তাই এবারের প্রথম ম্যাচে খেলতে নামছে সবুজ-মেরুন। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। তবে ১৮ আগস্ট কলকাতা ডার্বির (Kolkata Derby Tickets) টিকিট বিক্রি এখনও হয়নি। 

Advertisement
আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে

চলতি মাসের শেষেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2024)। কলকাতা লিগ (CFL 2024) দিয়ে মরসুম শুরু হয়ে গেলেও ডুরান্ড কাপে খেলবেন বিদেশি ফুটবলাররা। ফলে ডুরান্ড কাপকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। গত মরসুমে ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তাই এবারের প্রথম ম্যাচে খেলতে নামছে সবুজ-মেরুন। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। তবে ১৮ আগস্ট কলকাতা ডার্বির (Kolkata Derby Tickets) টিকিট বিক্রি এখনও হয়নি। 

আগের বছরের মতো এবারও একই গ্ৰুপে থাকছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট। গ্ৰুপ ‘এ’তে তাদের সঙ্গেই থাকছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ডাউনটাউন হিরোস এফসি। তাই গতবারের মতো এবারও গ্ৰুপ পর্বেই ডার্বির স্বাদ পেতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা। কলকাতার তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি অন্যান্য ফুটবল ক্লাব গুলির টিকিট ও পাওয়া যাবে এখানে। পাশাপাশি টিভিতে খেলা গুলি দেখতে হলে নজর রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সেখানেই সম্প্রচারিত হবে প্রত্যেকটি ম্যাচ‌।‌ পাশাপাশি সোনি লিভ অ্যাপের মাধ্যমে ও মিলবে সেই সুবিধে।

বুক মাই শোতে পাওয়া যাবে এই টিকিট। ২৭ জুলাই মোহনবাগানের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন। তার ঠিক একদিন পরেই নামছে মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। আর ২৯ জুলাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। আপাতত তিন প্রধানের একটি করে ম্যাচের টিকিটই পাওয়া যাচ্ছে বুক মাই শোতে। ফ্যানরা ইতিমধ্যেই টিকিট কাটাও শুরু করে দিয়েছেন। 

আরও পড়ুন

ইতিমধ্যেই সমস্ত দল তাদের ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোহনবাগান তাদের প্রথম ম্যাচে কলকাতা লিগের দল নামালেও, ২৯ জুলাই থেকে শুরু হবে মূল দলের প্র্যাকটিস। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে ইস্টবেঙ্গলও। একে একে বিদেশি ফুটবলাররাও আসতে শুরু করে দিয়েছেন। শনিবার ইন্টার কাশির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল।      

Advertisement

Advertisement