Mohun Bagan vs Punjab FC: হোটেল সমস্যা-মাঠ নিয়ে অসন্তোষ; পঞ্জাব ম্যাচের আগে চাপে মোহনবাগান

ডুরান্ডের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কিন্তু তার আগে সমস্যায় পড়েছে মোহনবাগান। শুক্রবার জেআরডি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)। জামশেদপুরে হোটেলের রুম পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। ৩২টা ঘর দরকার হলেও, পাওয়া যাচ্ছে ২০টা ঘর। এর সঙ্গে মাঠ নিয়েও বিরক্ত মোহনবাগান কর্তারা।

Advertisement
হোটেল সমস্যা-মাঠ নিয়ে অসন্তোষ; পঞ্জাব ম্যাচের আগে চাপে মোহনবাগানmohun bagan super giant

ডুরান্ডের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কিন্তু তার আগে সমস্যায় পড়েছে মোহনবাগান। শুক্রবার জেআরডি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)। জামশেদপুরে হোটেলের রুম পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। ৩২টা ঘর দরকার হলেও, পাওয়া যাচ্ছে ২০টা ঘর। এর সঙ্গে মাঠ নিয়েও বিরক্ত মোহনবাগান কর্তারা।
 

অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট 
যা পরিস্থিতি তাতে, এই ধরণের মাঠে অনুশীলন করতে গেলে বিশ্বকাপার ফুটবলারদের সমস্যা হতে পারে। চোট লেগে গেলে, গোটা মরসুম বাকি রয়েছে। সেই কারণেই হোসে মলিনা (Jose Molina) চিন্তায় রয়েছেন।  ডার্বি না হওয়ায় ছন্দ যে কিছুটা কেটেছে তা বলাই বাহুল্য। তবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan) শিবির মনে করছে, এতে কিছুটা হলেও বিশ্রাম পাওয়া গিয়েছে। যাতে যাদের চোট ছিল তাঁরা সেরে ওঠার সময় পেয়েছেন। তবে সমস্যা থামছে না মোহনবাগানের বিশ্বকাপার তারকা জেমি ম্যাকলরেনকে নিয়ে। 
 

জেমি ম্যাকলরেনের চোট নিয়ে চিন্তা
জেমি ম্যাকলারেনের (Jemi Mclaren) চোট না সারলেও সোমবার পর্যন্ত ঠিক ছিল এই ম্যাচ খেলতে যে দল যাচ্ছে, তার সঙ্গে ম্যাকলারেনকেও নিয়ে যাওয়া হবে। তাঁকে দলের সঙ্গে রেখে অনুশীলন করানো হবে। কিন্তু মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছে ডুরান্ডের সেমি ফাইনাল- ফাইনাল ম্যাচ কলকাতায় হতে পারে। তাই এক ম্যাচ খেলতে যাওয়ার জন্য আর ম্যাকলারেনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। ম্যাকলারেনের পাশাপাশি চোট পাওয়া গ্লেন মার্টিন্সকেও নিয়ে যাওয়া হচ্ছে না জামশেদপুর।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে মোহনবাগানের সিনিয়র দল দারুণ ছন্দে ছিল। গ্রুপে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে কোয়ার্টার ফাইনাল মানে কিছুটা হলেও কঠিন। নক আউট পর্বে অনেক সাধারণ দল বেগ দিএ পারে বড় দলকে। অতীতেও এমনটা দেখা গিয়েছে বারেবারে।   

Advertisement

POST A COMMENT
Advertisement