East Bengal Kolkata League: 'হিরো' মহীতোষ, কাস্টমসকে হারিয়ে CFL সুপার সিক্সে প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গল

কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কলকাতা লিগের সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। যদিও ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। বারে বারে আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা।

Advertisement
CFL সুপার সিক্সে প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলমহিতোষ ও ইস্টবেঙ্গল (ছবি- ইস্টবেঙ্গল)

কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কলকাতা লিগের সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। যদিও ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। বারে বারে আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা।


ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করেন সুপার সাব মহিতোষ রায়। বিনো জর্জ তাঁকে পরিবর্ত হিসেবে নামান। একেবারে শেষ দিকে বাঁ দিক থেকে উঠে এসে দ্বিতীয় পোস্ট বল রাখেন তিনি। দারুণ গোলে লাল-হলুদকে এগিয়ে দেন তিনি। ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিশ্বজিৎ হেমব্রমকে। ১০ জনের কাস্টমসও বেশ ভালো লড়াই চালিয়ে যায়। যদিও তারাও গোল করতে পারেননি। মাঝে মধ্যেই ইস্টবেঙ্গল ডিফেন্সকে বিব্রত করেন সৌগত হাঁসদা তবুও সাফল্য পাননি তিনি। ১৬ মিনিটে তাঁর শট সেভ করে দেন আদিত্য পাত্র। 
ম্যাচের ৩৬ মিনিটে সৌগত হাসদার দারুণ একটা শট ক্রসবারে লেগে ফিরে আসে। যদি এমনটা না হত তাহলে এগিয়ে যেতে পারত কাস্টমস। প্রথমার্ধের একেবারে শেষদিকে  দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়ায় কাস্টমস। ক্যালকাটা কাস্টমসের বিষ্ণু আবারও ফাঁকায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু আদিত্য পাত্র দারুণ সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ম্যাচের ৬২ মিনিটে সুযোগ নষ্ট করে কাস্টমস।


দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বিশ্বজিৎ হেমব্রম। ম্যাচের ৭১ মিনিটে ১০ জন হয়ে যায় কাস্টমস। এরপর ৮৭ মিনিটে মাহিতোষের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ দিকে চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। 
 
১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপের শীর্ষেই থাকল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল ছাড়াও সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে ভাবনীপুর, খিদিরপুর ও এরিয়ান। মঙ্গলবার কলকাতা কাস্টমসকে হারানোয় সুপার সিক্স প্রায় নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। যদিও মোহনবাগান এখনও কলকাতা লিগের সুপার সিক্সের রাস্তা পরিষ্কার করতে পারেনি। বাকি সমস্ত ম্যাচ জিততে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement