scorecardresearch
 

East Bengal: ইস্টবেঙ্গলের জয়, ডিমানটাকোসের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে লাল-হলুদ

এশিয়ার মঞ্চে মশাল জ্বালালো ইস্টবেঙ্গল। ২ গোলে এগিয়ে থেকেও তা ধরে রাখতে না পারা যেন এই মরসুমের হাইলাইটস হয়ে গিয়েছে। তবে এদিন সেখান থেকেই বেরিয়ে এল নতুন ইস্টবেঙ্গল। আগের বসুন্ধরা কিংস ম্যাচের মতোই এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের নেজমেহ-র বিরুদ্ধেও ৩-২ গোলে জয় পেল লাল-হলুদ।  

Advertisement
দিমিত্রিয়াস ডিমানটাকোস দিমিত্রিয়াস ডিমানটাকোস

এশিয়ার মঞ্চে মশাল জ্বালালো ইস্টবেঙ্গল। ২ গোলে এগিয়ে থেকেও তা ধরে রাখতে না পারা যেন এই মরসুমের হাইলাইটস হয়ে গিয়েছে। তবে এদিন সেখান থেকেই বেরিয়ে এল নতুন ইস্টবেঙ্গল। আগের বসুন্ধরা কিংস ম্যাচের মতোই এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের নেজমেহ-র বিরুদ্ধেও ৩-২ গোলে জয় পেল লাল-হলুদ। ইস্টবেঙ্গল এফসি গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। 

এদিনও দ্রুত এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। আত্মঘাতি গোল করে নেজমেহ। ফরাসি তারকা তালালের দারুণ কর্নার থেকে হেড দিয়ে এক ডিফেন্ডার নিজের গোলে বল ঢুকিয়ে ফেলেন। দ্বিতীয় গোলটাই আরও বেশি আনন্দ দেবে লাল-হলুদ সমর্থকদের। ডানদিক থেকে দারুণ ক্রস করেন নাওরেম মহেশ সিং। দ্বিতীয় পোস্টে তা টাচ করে গোল করেন দিমিত্রিয়াস ডিমানটাকোস। তবে ১৮ মিনিটেই ব্যবধান কমায় ওপারে। আতেয়ার পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি। ২ গোলে এগিয়ে থেকেও সেই ২ গোলই খেয়ে যায় লাল-হলুদ। দ্বিতীয় গোল আসে ১৮ মিনিটেই। ফ্রিকিক থেকে গোল করেন হুসেন মনজের।

Advertisement