scorecardresearch
 

East Bengal Club: ঝুলন গোস্বামীকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব

১ অগস্ট ইস্টবেঙ্গল ডে-র দিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

Advertisement
ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী
হাইলাইটস
  • ভারত গৌরব পাচ্ছেন ঝুলন
  • ইস্টবেঙ্গল দিবসের দিন তুলে দেওয়া হবে সম্মান

ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তী মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। ১ অগস্ট ইস্টবেঙ্গল ডে-র দিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। ইস্টবেঙ্গল ক্লাবের এই সম্মানের কথা জানতে পেরে দারুণ খুশি ভারতের কিংবদন্তি পেসার। তিনি বলেন, “ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গল। তারা যখন পারফরম্যান্সের বিচারে সম্মানিত করে তখন সত্যিই নিজেকে সম্মানিত মনে হয়। আমি ভীষন খুশি।  ভারতবর্ষের মহিলা ক্রীড়াবিদদের লড়াইয়ের মধ্যে দিয়েই উঠে আসতে হয়। এ বছর আমি এই সম্মান পাচ্ছি আগামী দিন অন্য কেউ পাবে। এই সম্মান আমাদের সামগ্রিক লড়াইয়ের স্বীকৃতি।” উচ্ছাসিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। 

ডাক্তার রমেশ চন্দ্র সেন বা নসা সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে। ব্যোমকেশ বসু মেমোরিয়াল  জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে স্বপন সেনগুপ্তকে। এই ঘোষণা আগেই করা হয়ে গিয়েছিল। তবে ঝুলনের ভারত গৌরব পাওয়ার খবর জানা গেল বুধবার রাতে। গৌতম সরকার ও স্বপন সেনগুপ্ত দুই প্রাক্তন ফুটবলারই লাল হলুদ ক্লাবের কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত। 

আরও পড়ুন: চোখ ধাঁধানো নতুন সাজে মোহনবাগান তাঁবু, উদ্বোধনের আগেই রইল সব ছবি

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল সম্মান দেওয়া হচ্ছে রেফারিদের। এই সম্মান পেতে চলেছেন সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদার। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠান  ছাড়াও বেলা সাড়ে এগারোটায় ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন করা হবে।

আরও পড়ুন: ব্যাটে গিল, বলে চাহাল, WI-কে ১১৯ রানে হারিয়ে রেকর্ড ভারতের

ইতিমধ্যেই ইমামির সঙ্গে চুক্তির দিন পাকা হয়ে গিয়েছে। সোমবার ইস্টবেঙ্গল দিবস পালনের পর মঙ্গলবার চুক্তি সই করবে দুই পক্ষ। ইতিমধ্যেই আইএসএল-এর হেড কোচের নাম ঘোষণা করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড। কলকাতা লিগের জন্য দলের কোচ হতে চলেছেন বিনো জর্জ। তিনিও সম্ভবত বৃহস্পতিবার কলকাতায় চলে আসছেন। দ্রুত দল গড়ে মাঠে নামতে চাইছে লাল-হলুদ।  

Advertisement

Advertisement