scorecardresearch
 

East Bengal Coach: ডুরান্ডের মাঝেই শহরের বাইরে কুয়াদ্রাত, কোথায় গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ?

ডুরান্ড কাপে (Durand Cup 2023) ডার্বি (Kolkata Derby) জেতার পর, পঞ্জাবকে (Punjab FC) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। আর এর মধ্যেই দুই দিনের ছুটিতে ঘুরতে চলে গেলেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।

Advertisement
কার্লেস কুয়াদ্রাত কার্লেস কুয়াদ্রাত

ডুরান্ড কাপে (Durand Cup 2023) ডার্বি (Kolkata Derby) জেতার পর, পঞ্জাবকে (Punjab FC) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। আর এর মধ্যেই দুই দিনের ছুটিতে ঘুরতে চলে গেলেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।


ফুটবলারদেরও ছুটি দেওয়া হয়েছে। ছুটি কাটিয়েই পরবর্তী পরিকল্পনা সাজাতে চান লাল-হলুদ কোচ। যদিও তাঁর এই শহর ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে জল্পনার কোনও জায়গা এবং ভিত্তি নেই। তবে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। বলা হচ্ছে কোয়ার্টার ফাইনালের সূচি তৈরি করতে ফের লটারি করবে আয়োজক কমিটি। যা অভিনব। লটারিতে যদি ফের ডার্বি হয়, তা হলেও অবাক হওয়ার কিছু নেই।


ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হতে পারে। তাহলে ফের উন্মাদনা তৈরি হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নিয়ে। মাঠ ভরবে। লক্ষীলাভ হবে ডুরাণ্ড আয়োজক কমিটির। পরপর দুটো গুরুত্বপূর্ন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল দল। কাপ জেতার থেকে মাত্র তিন ধাপ দূরে লাল-হলুদ। যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি ইস্টবেঙ্গল ফুটবলাররা। ইতিমধ্যে রক্ষনে জর্তন এলসে এবং জোসে পেড্রো দুই জনেই মাঠে নেমে পড়েচ্ছেন। শুধু তাই নয়, বেশ ভালো ‘ছন্দেও রয়েছেন তিনি। সময় দিলে তারা যে লাল হলুদ রক্ষনের ভরসা হতে চলেছেন তা বোঝা যাচ্ছে। কুয়াদ্রাত অবশ্য বলেছেন তার দল প্রাক মরশুম প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছেন। 

আরও পড়ুন


সিনিয়র দলের তিন ম্যাচে দু’টোতে জয় এসেছে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। শহর ছাড়লেও ফুটবলারদের জন্য রুটিন তৈরি করে দিয়ে গিয়েছেন কোচ কুয়াদ্রাত। এর মধ্যেই শনিবার কলকাতা লিগে নামছে বিনো জর্জের প্রশিক্ষনাধীন ইস্টবেঙ্গল । তবে ম্যাচটি ক্লাবের মাঠে নয় হবে নৈহাটি স্টেডিয়ামে। কলকাতা লিগের সুপার সিক্সের ওপরের দিকে জায়গা ধরে রাখতে বাকি ম্যাচে জয় জরুরি। আর সেই চেষ্টাই চালাচ্ছেন বিনো জর্জের ছেলেরা।  

Advertisement

Advertisement