scorecardresearch
 

East Bengal: ওটা নিশ্চিত পেনাল্টি ছিল, ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ, ফুঁসছেন সমর্থকরাও

আইএসএল-এ বাংলার দুই ক্লাবের ম্যাচেই রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার যেমন ওড়িশার বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। তেমন ভাবেই, মোহনবাগান ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে একবার নয় দুইবার নিশ্চিত পেনাল্টি পায়নি লাল-হলুদ। আর তা নিয়েই ম্যাচের শেষে ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ক্ষোভ টের পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের সোশ্যাল মিডিয়া পোস্টেও। 

Advertisement
ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ
হাইলাইটস
  • ওড়িশার বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
  • ক্ষুব্ধ কোচ কুয়াদ্রাত

আইএসএল-এ বাংলার দুই ক্লাবের ম্যাচেই রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার যেমন ওড়িশার বিরুদ্ধে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। তেমন ভাবেই, মোহনবাগান ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে একবার নয় দুইবার নিশ্চিত পেনাল্টি পায়নি লাল-হলুদ। আর তা নিয়েই ম্যাচের শেষে ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ক্ষোভ টের পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের সোশ্যাল মিডিয়া পোস্টেও। 

ঘরের মাঠে ওড়িশার মতো শক্তিশালি দলের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেও খুশি নন কার্লেস। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ বলেন, 'আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নেমেছিলাম। অনেকটা কাছাকাছি গিয়েও পারলাম না, এই তিন পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ মিনিটেও আমরা ওদের বক্সে ওদের কোণঠাসা করে দিয়েছিলাম। আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করে ম্যাচটা ড্র রেখেছে। আমরা একাধিক সহজ সুযোগ পেয়েছিলাম। দু'টো স্পষ্ট পেনাল্টিও পাওয়ার কথা আমাদের।’

ইস্টবেঙ্গল সমর্থক তো বটেই, ক্লাবের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচের কথা সরাসরি বলেননি তিনি। তাঁর পোস্টে দেখা যায়, এক সমর্থক প্ল্যাকার্ড নিয়ে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করছেন। এর আগে মুম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচে ৭টা লাল কার্ড ও ১১টি হলুদ কার্ড দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেফারি রাহুল কুমার গুপ্তা। আর এবার বঞ্চনার শিকার ইস্টবেঙ্গলও। 

আরও পড়ুন

ফলে স্বাভাবিক ভাবেই আইএসএল-এ রেফারির মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ফুতবল অনুরাগীই চাইছেন ভারতীয় ফুটবলে VAR নিয়ে আসার পক্ষে সওয়াল করেছেন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি জানান, 'আমরা চারটি সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা সকলেই ইউরোপের লিগে এই ব্যবস্থা দেখাশুনা করে। আমরা তাদের কাছ থেকে বাজেটও চেয়ে পাঠিয়েছি।'       

Advertisement

Advertisement