scorecardresearch
 

East Bengal FC: জ্যাক জার্ভিসকে অবশেষে সই করাল ইস্টবেঙ্গল, খেলবেন কেরল ব্লাস্টার্স ম্যাচে?

ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর জ্যাক জার্ভিসকে (jake jarvis) সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই মরশুমে আইএসএল-এর (ISL) বাকি ম্যাচ ও সুপার কাপের জন্য সই করান হল এই বিদেশি ফুটবলারকে। ওমিদ সিং-এর (Umid Singh) টাকা মেটাতে না পারায় ফিফার (FIFA Transfer Ban) শাস্তির কবলে পড়তে হয়েছিল লাল-হলুদ ক্লাবকে। তবে সেই টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়েছে তারা।

Advertisement
জ্যাক জার্ভিস জ্যাক জার্ভিস
হাইলাইটস
  • জ্যাক জার্ভিসকে সই করাল ইস্টবেঙ্গল
  • খেলতে পারেন কেরল ব্লাস্টার্স ম্যাচে

ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর জ্যাক জার্ভিসকে (jake jarvis) সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই মরশুমে আইএসএল-এর (ISL) বাকি ম্যাচ ও সুপার কাপের জন্য সই করান হল এই বিদেশি ফুটবলারকে। ওমিদ সিং-এর (Umid Singh) টাকা মেটাতে না পারায় ফিফার (FIFA Transfer Ban) শাস্তির কবলে পড়তে হয়েছিল লাল-হলুদ ক্লাবকে। তবে সেই টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়েছে তারা।

জার্ভিস সই করলেও ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার আশা শেষ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই জার্ভিসকে কলকাতায় নিয়ে আসা হয়। তবে ট্রান্সফার ব্যানের জন্য এখনও কোনও ম্যাচ খেলতে পারেননি জার্ভিস। তবে এবার ছাড়পত্র চলে এসেছে। তাই বাকি ম্যাচে খেলতে পারবেন তিনি। কোচ স্টিফেন কনস্ট্যানটাইনও অনেকদিন ধরেই বলে আসছিলেন, পছন্দের ফুটবলার সই করাতে না পারায় সমস্যা হচ্ছে।

তবে এবার জার্ভিসকে রেজিস্ট্রেশন করিয়ে নিল ইস্টবেঙ্গল। স্টিফেন বলেন, 'আমি আনন্দিত যে জ্যাক আমাদের দলে যোগ দিয়েছে। আমি অক্টোবর থেকে তাকে দলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলাম। ক্লেইটনের সঙ্গে ও খেলবে। আরও গোল করবে।' 

তিনি বলেন, 'আমাদের একটা নিষেধাজ্ঞা ছিল, তা উঠে গিয়েছে। এখন আমরা নতুন খেলোয়াড় নিয়ে খেলাতে পারি। পরের সপ্তাহে হয়ত জ্যাক জার্ভিস খেলতে পারে। ওকে তিন সপ্তাহ আগে পেলে ভালো হত। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।'

জার্ভিস ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহ ধরে প্রথম দলের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন। আসন্ন লিগ ম্যাচ এবং সুপার কাপের ম্যাচে খেলবেন জার্ভিস। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে না পারলেও এবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে পারেন জার্ভিস। আগামী শুক্রবার এই ম্যাচে খেলতে পারেন তিনি।  

৪-২ গোলে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে মান বাঁচানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল। আইএসএল-এ ৯ নম্বরে রয়েছে লাল-হলুদ ক্লাব। ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে তারা। 

Advertisement

Advertisement