উৎসবের দিনেই বিষাদের সুর লাল হলুদে। ইস্টবেঙ্গলে সলমন নাইটের দিনই, ইস্তফা দিলেন মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর (Sujata Kar)।
প্রসঙ্গত, এর আগেও একবার দলের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন সুজাতা। কিন্তু পরবর্তীতে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের সঙ্গে বৈঠকের পর সমস্যা কিছুটা মেটে। ফলস্বরূপ, জাতীয় মহিলা ফুটবল লিগে (Indian Women’s League) লাল হলুদের প্রমীলাবাহিনীর দায়িত্বে বহাল থাকেন তিনি। শুধু তাই নয়, তাঁর কোচিং-এই ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপেও (Kanyashree Cup) জয় পায়। কিন্তু এহেন একজন সফল কোচকে শেষপর্যন্ত হারাতে চলেছে লাল হলুদ। কিন্তু কেন তিনি দল ছাড়ছেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন। তাঁকে অপমান করা হয়েছে বলে সুজাতা কর অভিযোগ করছেন।
আমরা যোগাযোগ করেছিলাম মহিলা ফুটবল দলের কোচ সুজাতা করের সঙ্গে। তিনি bangla.aajtak.in-কে জানিয়েছেন, ‘আমি ইস্তফা দিয়েছি। আমি এখানে অসম্মানিত হয়েছি। আমার ক্লাস নিয়ে কথা বলেছে, তাই আমি ইস্তফা দিয়েছি। সফল কোচ হোক বা না হোক, সবসময় এটা মাথায় রাখতে হবে যে কোচ এখানে কোচিং করতে আসছে। কোচের খ্যাতিও এখানে জড়িয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে পারিবারের কোনও বিষয় নেই। ফ্যামিলিকে অসম্মান করতে পারেনা কেউ। যদি টিমের কিছু হয়, তাহলে তুমি কোচের সঙ্গে কথাবার্তা বলতে পারো। কিন্তু ফ্যামিলি এখানে কীভাবে এলো? উনি যে আমার ক্লাসটা তুলেছেন, কিসের জন্য তুলেছেন? আমার জায়গায় যদি অন্য কেউও থাকত, তাহলে সেও নিশ্চয়ই এই কাজটাই করত।‘
কিন্তু ইস্টবেঙ্গলের মেয়েরা, তাঁদের প্রিয় কোচকে কিন্তু ছাড়তে চাইছে না। সুজাতা কর বলেন, ‘ওঁরা আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। তাঁরা অনেক রাত পর্যন্ত আমার কাছেই ছিল, আমার ঘরেই বসে ছিল। আমি বারবার ওঁদের বলছিলাম ঘরে গিয়ে শোয়ার জন্য, কিন্তু ওঁরা যাচ্ছিল না। ওঁদের জেদ বা অনুরোধ যেটাই বলুন, আমাকে ছাড়তে চাইছে না ওঁরা। ওঁদের মনের ভিতরে আমি বাস করি। আসলে এরা তো আমার বাচ্চাই বলতে গেলে।‘
আমাদের প্রশ্নের উত্তরে তিনি bangla.aajtak.in-কে আরও জানান, ‘সলমন খানকে (Salman Khan) নিয়ে ওখানে কি হচ্ছে, সেটাতো আমার জানা নেই। আমি এখানে টিম নিয়ে এসেছি, আমার পুরো ফোকাসটাই এখানে ছিল। ওখানে কি হচ্ছে, সেটা নিয়ে আমি অত চিন্তাও করিনি বা অতটা জানারও চেষ্টা করিনি। আমার মনে হয়, ক্লাবের আগে গুরুত্বটা দলকে দেওয়া উচিৎ।‘
অন্যদিকে এরই মাঝে, আসন্ন কলকাতা লিগের (CFL) জন্য সাদার্ন সমিতির (Southern Samity) সঙ্গে যুক্ত হলেন সুজাতা কর। সাদার্ন কর্তা সৌরভ পাল (Sourav Pal) bangla.aajtak.in-কে জানিয়েছেন, ‘রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharya) আমাদের হেড কোচ এবং সুজাতা কর সহকারী কোচ।‘ সবমিলিয়ে লাল হলুদের অন্দরে বিস্তর সমস্যা দানা বাঁধতে শুরু করেছে।
প্রতিবেদক- শুভঙ্কর দাস