scorecardresearch
 

East Bengal: কুয়াদ্রাতের জায়গায় ইস্টবেঙ্গলের হেড কোচ কে? উঠে আসছে এই ৪ নাম

আইএসএল-এর মাঝেই কোচের পদ ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের নতুন হেডকোচ কে হবেন সেই জল্পনার মধ্যেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামছে লাল-হলুদ। ডাগ আউটে সেই কোচ হিসেবে বসতে চলেছেন বিনো জর্জ। তবে কুয়াদ্রাতের জায়গায় কে? উঠে আসছে চার জনের নাম।

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

আইএসএল-এর মাঝেই কোচের পদ ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের নতুন হেডকোচ কে হবেন সেই জল্পনার মধ্যেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামছে লাল-হলুদ। ডাগ আউটে সেই কোচ হিসেবে বসতে চলেছেন বিনো জর্জ। তবে কুয়াদ্রাতের জায়গায় কে? উঠে আসছে চার জনের নাম।

কারা রয়েছেন তালিকায়?
পরপর তিন ম্যাচে হেরে, দায়িত্ব ছেড়েছেন কুয়াদ্রাত। নাম উঠে আসছে অ্যালবার্ট রোকার (Albert Roca)। দায়িত্ব পেতে পারেন বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজর। জল্পনায় রয়েছে সিমন গ্রেসন (Simon Grayson)-এর নামও। তিনি গত ২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরুকে কোচিং করিয়েছেন। ভেসে উঠেছে পঞ্জাব এফসি-কে আই লিগ জেতানো স্টাইকোস ভার্গেটিসের নামও।

রোকা সফল কোচ 
অ্যালবার্ট রোকা একটা সময় বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন। সবথেকে বড় বিষয়, সুপার কাপ এবং ফেডারেশন কাপ জয়ী একজন কোচ তিনি। ফলে, ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে তাঁর। তবে লড়াইয়ে এগিয়ে অস্কার। এমনটাই শোনা যাচ্ছে। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে অস্কারের। একটা সময় স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মুম্বই এফসি এমনকি আইএসএল-এর ক্লাব মুম্বই সিটি এফসি দলেও ছিলেন তিনি। যদিও মুম্বই সিটি এফসি-তে পালন করেছেন সহকারী প্রশিক্ষকের দায়িত্ব। সেই সময় সেই দলের কোচ ছিলেন নিকোলাস অ্যানেলকা। 

আরও পড়ুন

আইএসএল-এ খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল 
তিন ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও একটাও পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন কুয়াদ্রাত। কার্যত, টিম বাস এবং তাঁকে কেন্দ্র করে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন লাল হলুদ সমর্থকরা। এর পরেই অবসরের সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ। 

গত মরসুমে লাল-হলুদকে সুপার কাপ জেতানোয় কুয়াদ্রাতের উপর আস্থা অনেকটাই বেড়েছিল সমর্থকদের। এবারের দলটাও তিনি নিজের পছন্দেই বানিয়েছিলেন। তবে মরসুম শুরু হতেই মুখ থুবড়ে পড়ে তাঁর দল। যার জেরে পদত্যাগ করতে বাধ্য হন কুয়াদ্রাত।

Advertisement

Advertisement