scorecardresearch
 

East Bengal: ডার্বি জিতেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, আরেক বড় ম্যাচে ৫ গোল খেয়ে বসল লাল-হলুদ

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ডার্বি জেতার রেশ বা সেলিব্রেশন কাটতে না কাটতেই আরেক ডার্বিতে হেরে গেল লাল-হলুদ। প্রস্তুতি ম্যাচ হলেও মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ৫-০ গোলে হারল লাল-হলুদের রিজার্ভ দল। একে মহমেডানের বিরুদ্ধে হার, তার উপর আবার ৫-০ গোলে। ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দে একটু চোনা তো পড়লই।

Advertisement
অন্য ডার্বি হেরে গেল ইস্টবেঙ্গল অন্য ডার্বি হেরে গেল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • ৫ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল
  • মহমেডানের বিরুদ্ধে হার লাল-হলুদের

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ডার্বি জেতার রেশ বা সেলিব্রেশন কাটতে না কাটতেই আরেক ডার্বিতে হেরে গেল লাল-হলুদ। প্রস্তুতি ম্যাচ হলেও মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ৫-০ গোলে হারল লাল-হলুদের রিজার্ভ দল। একে মহমেডানের বিরুদ্ধে হার, তার উপর আবার ৫-০ গোলে। ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দে একটু চোনা তো পড়লই।


শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায়, আই লিগের দ্বিতীয় পর্বের প্রস্তুতি সারতে কিছু প্রদর্শনী ম্যাচ খেলছে সাদা-কালো শিবির। আই লিগের প্রথম পর্বে দারুণ ছন্দে থাকা মহমেডান দ্বিতীয় লেগের আগেও যে দারুণ ছন্দে তা বোঝা গেল শনিবারই। মিনিট ডার্বিতে শুরু থেকেই আক্রমণ করতে থাকে মহমেডান। নিজেদের ঘরের মাঠে তাই তারা হেলায় হারাল ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে।


মহমেডানের এবার ফর্ম নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের সমর্থকদের। আই লিগ জিতেই আইএসএল-এ খেলার ছাড়পত্র জোগাড় করার যে পরিকল্পনা ময়দানের আরও এক শতাব্দী প্রাচীন ক্লাব কয়েক বছর ধরেই করে আসছে, তা এবার সার্থক হতে পারে বলে আশা সমর্থকদের। তবে এখনও অনেক ম্যাচ বাকি। শনিবার মহমেডান যেভাবে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দাপিয়ে বেরালো তাতে মনে হচ্ছে যেন, যে জায়গায় তারা প্রথম পর্ব শেষ করেছিল, সেই জায়গা থেকেই দ্বিতীয় পর্বের খেলা শুরু করতে চলেছে।

আরও পড়ুন


আর সেটা বাস্তবে হলে, পরের মরসুমে সাদা-কালো শিবিরের আইএসএল খেলা শুধুই সময়ের অপেক্ষা মাত্র। প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে মহমেডানের পয়েন্ট ২১। যদিও খুব বেশি পিছিয়ে নেই রিয়াল কাশ্মীর। দুই নম্বরে থাকা এই দলের পয়েন্ট ১৮। ফলে ফেব্রুয়ারীর শুরু থেকে পুনরায় চালু হতে চলা আই লিগে সতর্ক থাকতেই হবে কলকাতার এই ক্লাবকে। পয়েন্ট নষ্ট করলেই খোয়াতে হতে পারে শীর্ষস্থান। সে ক্ষেত্রে ফের অধরাই থেকে যেতে পারে মহমেডানের স্বপ্ন।

Advertisement

Advertisement