East Bengal Souvik Chakrabarti: 'আজব' নিয়মের গেরোয় ফেঁসে সৌভিক, নর্থইস্টের বিরুদ্ধে নেই লাল-হলুদ তারকা

শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) দারুণ খেলে সমর্থকদের মন জয় করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সেই ম্যাচে ছিলেন না সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। কার্ড সমস্যায় তাঁকে পাননি কার্লেস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে ম্যাচেও একই কারণে থাকতে পারবেন না বাঙালি মিডফিল্ডার। তবে এমন নিয়ম অবাক করেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের।

Advertisement
'আজব' নিয়মের গেরোয় ফেঁসে সৌভিক, নর্থইস্টের বিরুদ্ধে নেই লাল-হলুদ তারকা সৌভিক চক্রবর্তী
হাইলাইটস
  • নর্থইস্টের বিরুদ্ধেও নেই সৌভিক
  • আজব নিয়ম নিয়ে ক্ষোভ

শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) দারুণ খেলে সমর্থকদের মন জয় করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সেই ম্যাচে ছিলেন না সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। কার্ড সমস্যায় তাঁকে পাননি কার্লেস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে ম্যাচেও একই কারণে থাকতে পারবেন না বাঙালি মিডফিল্ডার। তবে এমন নিয়ম অবাক করেছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের।

কেন খেলতে পারবেন না সৌভিক?
স্বভাবতই প্রশ্ন উঠছে কেন তাঁকে পাওয়া যাবে না? এই নিয়ে রবিবার অনুশীলন শেষে সৌভিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি ব্যাপারটা কিছুক্ষণ আগেই জানতে পারলাম। এই বিষয় আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব।' পাশাপাশি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত জানানো হয়েছে, 'আমরা বুঝতে পারছি না এই অদ্ভুত নিয়মটা। সৌভিক যখন সুপার কাপে খেলতে যায় তখন আইএসএলে ইতিমধ্যেই ওর চারটি হলুদ কার্ড দেখা হয়ে গিয়েছিল। তা হলে সুপার কাপে প্রথম থেকেই ওকে খেলতে না দেওয়ার কথা। তবে তা হয়নি। আমরা সূচি প্রকাশের পর সকলেই জানতাম কার্ডের কারণে সৌভিক আইএসএলের প্রথম ডার্বি খেলতে পারবে না। তবে এখন শুনছি, সুপার কাপের ফাইনালে ওড়িশার বিরুদ্ধে দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড হওয়ার কারণে, ও পরবর্তী ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও খেলতে পারবে না। একটা প্রতিযোগিতার কার্ড অন্য একটি প্রতিযোগিতায় প্রযোজ্য হয় কীভাবে? তাহলে তো সৌভিককে সুপার কাপের প্রথম ম্যাচেই খেলতে দেওয়া উচিত হয়নি। এমন অদ্ভুত নিয়মের ব্যাপারে আমরা আগে কখনও শুনিনি।' 

পার্দোর চোট নিয়ে ধোঁয়াশা

রবিবার অনুশীলনের পর রিকভারি সেশনে থাকলেও পার্দোরকে দেখা যায় বাঁ পায়ের গোড়ালিতে বরফ বেঁধে বসে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তিনিও কি তবে চোটের কবলে পড়লেন? যদিও অনুশীলন শেষে এল স্বস্তির খবর। স্বাভাবিকভাবেই মাঠ ছাড়লেন পার্দো। অনুশীলন শেষে কুয়াদ্রাতও জানিয়ে দেন পার্দো পুরোপুরি ফিট। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দিচ্ছেন হরমনজোৎ সিং খাবরা। ঐদিন থেকেই তার রিহ্যাব শুরু হবে। তাঁকে দেখার পরেই ফিজিও সিদ্ধান্ত নেবেন ঠিক কত দিনে খাবরা মাঠে ফিরতে পারবেন।

Advertisement

রবিবার রাত দু'টোর সময় কলকাতায় এসে পৌছলেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ভিক্টর ভাসকোয়েজ (Victor Vazquez)। সুপার কাপ জয়ের পরই লাল-হলুদের প্রাক্তন মিডিও জেনারেল বোরহা হেরেরাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরেই লিওনেল মেসির (Lionel Messi) প্রাক্তন এই সতীর্থকে সই করাল লাল-হলুদ। ট্রান্সফার মার্কেটে একেবারে শেষ দিকে এই তারকাকে দলে নেয় ইস্টবেঙ্গল। আর সেই মতই আইএসএল-এ (ISL) নর্থইস্ট (North East United FC) ম্যাচের আগেই চলে এলেন ভিক্টর।
 

POST A COMMENT
Advertisement