scorecardresearch
 

East Bengal Club: ফের বাংলাদেশে ইস্টবেঙ্গল কর্তারা, কবে ফিরবে স্পোর্টিং রাইটস?

এপ্রিল মাসের শুরুতেই হয়ত শ্রী সিমেন্টের কাছ থেকে স্পোর্টিং রাইটস হাতে পেয়ে যাবে ইস্টবেঙ্গল। তাই বাকি কাজগুলো দ্রুত সেরে দল গঠনে মন দিতে চায় তারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তবে তাঁদের আইএসএল-এ খেলার নিশ্চয়তা দিতে হবে ক্লাবকে। নয়ত অন্য ক্লাবের অফার নিয়ে ভাববেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত বিনিয়োগের রাস্তা খুলতে চাইছে দুই পক্ষ। 

Advertisement
ফাইল চিত্র ফাইল চিত্র

ফের বাংলাদেশে গেলেন ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal Club)। শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই বাংলাদেশে গিয়েছেন লাল-হলুদ ক্লাব কর্তারা। বিনিয়োগের ব্যাপারে দুই পক্ষ আগ্রহী হলেও বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের সরকারের সম্মতি আদায় করা প্রয়োজন। সেই কারণেই কর্তারা ঢাকা গিয়েছেন। শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্ণধার সায়েম সোবহান আনভির (sayem sobhan anvir) সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সম্পর্ক খুব ভাল। সেই কারণে বাংলাদেশ সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন ক্লাব কর্তারা। 

এপ্রিল মাসের শুরুতেই হয়ত শ্রী সিমেন্টের কাছ থেকে স্পোর্টিং রাইটস হাতে পেয়ে যাবে ইস্টবেঙ্গল। তাই বাকি কাজগুলো দ্রুত সেরে দল গঠনে মন দিতে চায় তারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তবে তাঁদের আইএসএল-এ খেলার নিশ্চয়তা দিতে হবে ক্লাবকে। নয়ত অন্য ক্লাবের অফার নিয়ে ভাববেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত বিনিয়োগের রাস্তা খুলতে চাইছে দুই পক্ষ। 

গত দুই মরশুমেই পরে দল গড়ার কাজে নেমে বিপদে পড়তে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। তবে এবার আর তেমনটা হতে দিতে চান না ক্লাব কর্তারা। অন্যদিকে, শ্রী সিমেন্টও (Shree Cement) জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ছাড়া অন্য যে কোনও ক্লাবে বিনিয়োগ করতে রাজি তারা। এই অবস্থায় দ্রুত স্পোর্টিং লাইসেন্স হাতে পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ক্লাব কর্তারা। 

আরও পড়ুন: RCB দলে এলেন ম্যাক্সওয়েল, মুম্বই ম্যাচে খেলবেন?

আরও পড়ুন: শিভম এক ওভারে দিলেন ২৫ রান! স্মিথের চড় ছবি দিয়ে খোঁচা শেওয়াগের

দল গঠনের প্রথমিক কাজ শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এবারে আইএসএল-এর পাশাপাশি কলকাতা লিগের জন্য়ও দল গঠনের কাজ করছেন তাঁরা। গত মরশুমে ক্লাব কর্তাদের ইচ্ছে ছিল কলকাতা লিগ খেলার। তবে শ্রী সিমেন্টের কর্তাদের সঙ্গে ক্লাবের চুক্তিপত্রে সই করা নিয়ে বিবাদের জেরে দল গঠন করা হয়নি। ফলে কলকাতা লিগেও খেলতে পারেনি ইস্টবেঙ্গল। তবে এবার ফের এমনটা হোক চাইছেন না ক্লাব কর্তারা।  

Advertisement

Advertisement