scorecardresearch
 

East Bengal: কুয়াদ্রাতের পরেই দুই তারকাকে সই করাল ইস্টবেঙ্গল?

নতুন মরশুমে ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। কোচ হিসেবে কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) নাম ঘোষণা হওয়ার পরেই তৎপরতা শুরু হয়েছে। এবার কোচের পছন্দ অনুযায়ী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গঠন করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইরিমধ্যেই দুই ভারতীয় তারকাকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর। এবার সবার আগে ইমামি ইস্টবেঙ্গল চাইছে একজন ভাল মানের গোলরক্ষককে চুক্তিবদ্ধ করতে। ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তিবৃদ্ধি হলেও, পরের বছর তিনি কতটা ভাল পারফরমেন্স করবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। তাই তাঁর পাশে খেলার জন্য, কুয়াদ্রাতের সঙ্গে কথা বলে ভাল মানের বিদেশের স্ট্রাইকার নিতে চাইছে তাঁরা।

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল
হাইলাইটস
  • এডউইন ভেনসুপালকে সই করাল ইস্টবেঙ্গল
  • লাল-হলুদে নন্দকুমারও

নতুন মরশুমে ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। কোচ হিসেবে কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) নাম ঘোষণা হওয়ার পরেই তৎপরতা শুরু হয়েছে। এবার কোচের পছন্দ অনুযায়ী ফুটবলার নিয়ে শক্তিশালী দল গঠন করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইরিমধ্যেই দুই ভারতীয় তারকাকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর। এবার সবার আগে ইমামি ইস্টবেঙ্গল চাইছে একজন ভাল মানের গোলরক্ষককে চুক্তিবদ্ধ করতে। ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তিবৃদ্ধি হলেও, পরের বছর তিনি কতটা ভাল পারফরমেন্স করবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। তাই তাঁর পাশে খেলার জন্য, কুয়াদ্রাতের সঙ্গে কথা বলে ভাল মানের বিদেশের স্ট্রাইকার নিতে চাইছে তাঁরা।

দুই ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গলে?
নতুন মরশুমের জন্য ভারতীয় ফুটবলারের খোঁজ করছিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি থেকে লেফট উইকঙ্গার নন্দকুমার সেকারকে। পাশাপাশি চেন্নাইয়েন এফসি থেকে ভান্সপলকে সই করিয়েছে লাল-হলুদ। ২০১৬-১৭ মরশুমে প্রাক্তন আই-লিগ ক্লাব চেন্নাই সিটি এফসি-র হয়ে একসঙ্গে প্রতিনিধিত্বও করেছেন দুই ফুটবলার। তারা ফের ইস্টবেঙ্গল এফসি-তে একসঙ্গে খেলতে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও সরকারী কোনও ঘোষণা হয়নি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। নন্দকুমার ২০২২-২৩ মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন। সুতরাং শুধু উইং দিয়ে আক্রমণ তুলে আনাই নয়, গোলও করতে পারেন এই ফুটবলার। সদ্য শেষ হওয়া সুপার কাপে তারকা উইঙ্গার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৭ বছর বয়সী ওড়িশা এফসি দলের সঙ্গে শুরু থেকেই আছেন নন্দকুমার। ওড়িশার হয়ে মোট ৯৩টি ম্যাচে ১৪টি গোল রয়েছে তাঁর। তাঁকে এবারেও রেখেই দিতে চেয়েছিল ওড়িশা। তবে নতুন পরিবেশে নতুন দলের হয়ে খেলার ইচ্ছের জন্যই দল ছাড়তে পারেন নন্দকুমার। 

নন্দকুমার
নন্দকুমার

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচ সেই কুয়াদ্রাত, 'বাংলা.আজতক.ইন' প্রথম জানিয়েছিল

Advertisement

এ দিকে এডউইন ভান্সপল ইস্টবেঙ্গলে অনেক অভিজ্ঞতা নিয়ে আসবেন। এই মিডফিল্ডার তার নিজ শহরের ক্লাব চেন্নাইয়িন এফসি-র হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১৯-২০ ইন্ডিয়ান সুপার লিগে রানার্স হয়েছিল ভান্সপলের টিম।

এডউইন ভেনসুপাল
এডউইন ভেনসুপাল

 

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ক্লাবে সলমনের মেগা শো, কোথায় পাবেন টিকিট? দামই বা কত?

এর আগে সের্জিও লোবেরাকে (Sergio Lobera) টার্গেট করলেও সফল হননি ইমামি (Emami) এবং ইস্টবেঙ্গল কর্তারা। চিনের ক্লাব থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া নিয়ে সমস্যা এবং তারপর নানাবিধ জটিলতায় লোবেরার লাল হলুদে আসার দরজা প্রায় বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকেই, কুয়াদ্রাতের লক্ষ্যে ঝাঁপান কর্তারা। আর ভারতীয় ফুটবলে, কার্লোস কুয়াদ্রাতের পরিসংখ্যানও বেশ ভালো। কুয়াদ্রাত ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি-কে আইএসএলে চ্যাম্পিয়ন করেন। শুধু তাই নয়, সেই বছর তাঁর কোচিং-এ বেঙ্গালুরু টানা ১১টি ম্যাচে অপরাজিত ছিল।

Advertisement