ট্রান্সফার ব্যানের জন্য জ্যাক জারভিসকে (Jack Jarvis) এখনও সই করাতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। এই অবস্থায় এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়া যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। আর সেই ম্যাচে নিয়ে যাওয়া হচ্ছে এই বিদেশি ফুটবলারকে। তাঁকে খেলান যাবে কি না তা নিয়ে নিশ্চিত নয় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। যদিও কর্তাদের আশা, দিন দুয়েকের মধ্যে সমস্যা মিটে যাবে।
এখনও উমিদ সিং-এর টাকা দেওয়া হয়নি
সোমবার অবধিও উমিদ সিং-এর (Umid Singh) টাকা মেটাতে পারেনি ইস্টবেঙ্গল। কর্তাদের আশা, দুই-এক দিনের মধ্যেই টাকা পাঠিয়ে দেওয়া যাবে উমিদের অ্যাকাউন্টে। আর সেই জন্যই জার্ভিসকে নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন করিয়ে তাঁকে মাঠে নামাতে পরলে লাভবান হতে পারে লাল-হলুদ শিরিব। সেই রাস্তাই এখন খোলা রাখতে চাইছেন কর্তারা।
ট্রান্সফার উইন্ডো প্রায় শেষ
জানুয়ারির ট্রান্সফার উইন্ডো প্রায় শেষের দিকে। এই মাসের মধ্যেই জার্ভিসকে সই করাতে হবে। তা না হলে সমস্যা বাড়বে। অনেকদিন আগেই কলকাতায় চলে এসেছেন এই বিদেশি ফুটবলার। তবে এখনও ট্রান্সফার ব্যানের জন্য লাল-হলুদ জার্সিতে একটাও ম্যাচ খেলা হয়নি তাঁর। তাই দ্রুত সমস্যা সমাধান করতে হবে ইস্টবেঙ্গলকে। নয়ত সমস্যা আরও বাড়বে।
নয় নম্বরে ইস্টবেঙ্গল
১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। উল্টোদিকে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এফসি গোয়া। প্লে অফে যাওয়া এক প্রকার নিশ্চিত করে ফেলেছে গোয়া। তবে লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তাঁরা। কারণ, ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। একে টানা হারের ধাক্কা, আর বিতর্ক সব মিলিয়ে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। এখনও কেন উমিদ সিং-এর প্রাপ্য টাকা তাঁকে দেওয়া হল না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইস্টবেঙ্গলে। ক্ষুব্ধ সমর্থকরাও। লাল-হলুদের ম্যাচ থাকলে যুবভারতী ভরে থাকত, তবে তা এখন অতীত। ইস্টবেঙ্গলের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন সমর্থকরা।