scorecardresearch
 

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলেই এই তারকা ডিফেন্ডার, কার সঙ্গে চুক্তি লাল-হলুদের?

এক বছরেরও কম সময়ের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। আরও দুই বছরের জন্য লাল-হলুদেই থাকছেন এই ডিফেন্ডার। মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা হয়ে গেল।  দুর্দান্ত পারফরম্যান্স এবং আচরণে সমর্থকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার। প্র্যাক্টিস হোক বা অন্য কোথাও। হিজাজিকে দেখলে লাল হলুদ সমর্থকরা কথা বলতে যেতেন। ছবি তোলার আবদার করতেন। হিজাজিও দারুণ ভাবে মিশে গিয়েছেন সমর্থকদের সঙ্গে। এই সম্পর্ক আরও দৃঢ় হল। তাঁর সঙ্গে আরও দু-বছরের চুক্তি করল ইমামি ইস্টবেঙ্গল।

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

এক বছরেরও কম সময়ের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। আরও দুই বছরের জন্য লাল-হলুদেই থাকছেন এই ডিফেন্ডার। মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা হয়ে গেল।  দুর্দান্ত পারফরম্যান্স এবং আচরণে সমর্থকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার। প্র্যাক্টিস হোক বা অন্য কোথাও। হিজাজিকে দেখলে লাল হলুদ সমর্থকরা কথা বলতে যেতেন। ছবি তোলার আবদার করতেন। হিজাজিও দারুণ ভাবে মিশে গিয়েছেন সমর্থকদের সঙ্গে। এই সম্পর্ক আরও দৃঢ় হল। তাঁর সঙ্গে আরও দু-বছরের চুক্তি করল ইমামি ইস্টবেঙ্গল।

সুপার কাপ জিতে ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি ঘরে তুলেছে লাল-হলুদ। আনন্দে, উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সমর্থকরা। আর ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। তিনি যে শুধু গোল রক্ষা করতে জানেন তা নয়। গোল করার অভ্যেসও আছে। লাল-হলুদ জার্সিতে গোলও করেছেন। কলিঙ্গ সুপার কাপে সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতেছিলেন।

কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দ করা জর্ডনের এই ডিফেন্ডার গত মরসুমেই ইস্টবেঙ্গলে সই করেছিলেন। আইএসএল এবং কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে খেলেছেন ২২টি ম্যাচ। আইএসএলের গত মরসুমে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৯৯), হেডে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৫৮), দ্বিতীয় সর্বাধিক ব্লক (২২) এই ডিফেন্ডারেরই। কলিঙ্গ সুপার কাপে দুটি গোলও করেছিলেন হিজাজি।

আরও পড়ুন

লাল-হলুদ শিবিরে থাকতে পেরে উচ্ছ্বসিত হিজাজি বলছেন, ‘আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। এই ক্লাবের হয়ে নানা বিশেষ মুহূর্ত উপহার পেয়েছি। সমর্থকরা আমাকে কতটা ভালো বাসে সেটা উপলব্ধি করতে পেরেছি। সমর্থকরাই আমাদের শক্তি। প্রতিটা ম্যাচেই আমাকে ওরা তাতিয়েছে। জর্ডনের বাইরে আমি প্রথম কলিঙ্গ সুপার কাপ ট্রফিই জিতেছি। আগামী মরসুমে ইস্টবেঙ্গলকে আরও সাফল্য দিতে চাই।’

     

Advertisement

Advertisement