scorecardresearch
 

East Bengal Transfer News: ব্যর্থতার হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, আপুইয়া-টমের পর আরও এক তারকা হাতছাড়া

আরও এক তারকা ফুটবলার হাতছাড়া হল ইস্টবেঙ্গলের (East Bengal)। লাল-হলুদ প্রস্তাব দিলেও কেরালা ব্লাস্টার্সেই (Kerala Blasters) থাকছেন জিকসন সিং (Jeakson Singh)। বুধবার প্রি সিজন সারতে থাইল্যান্ড যাচ্ছে কেরালা ব্লাস্টার্স। সেই দলে রয়েছে জিকসন। ফলে ইস্টবেঙ্গল চেষ্টা করলেও পেল না তাঁকে। শোনা গিয়েছিল, মোহনবাগান সুপার জায়েন্টও (Mohun Bagan Super Giant) নাকি জিকসনকে নিতে আগ্রহী। তবে সূত্রের খবর সবুজ-মেরুন নাকি জিকসনকে নিতে চেষ্টা করেনি।

Advertisement
ইস্টবেঙ্গল ফ্যান ইস্টবেঙ্গল ফ্যান

আরও এক তারকা ফুটবলার হাতছাড়া হল ইস্টবেঙ্গলের (East Bengal)। লাল-হলুদ প্রস্তাব দিলেও কেরালা ব্লাস্টার্সেই (Kerala Blasters) থাকছেন জিকসন সিং (Jeakson Singh)। বুধবার প্রি সিজন সারতে থাইল্যান্ড যাচ্ছে কেরালা ব্লাস্টার্স। সেই দলে রয়েছে জিকসন। ফলে ইস্টবেঙ্গল চেষ্টা করলেও পেল না তাঁকে। শোনা গিয়েছিল, মোহনবাগান সুপার জায়েন্টও (Mohun Bagan Super Giant) নাকি জিকসনকে নিতে আগ্রহী। তবে সূত্রের খবর সবুজ-মেরুন নাকি জিকসনকে নিতে চেষ্টা করেনি।

ফের ব্যর্থ ইস্টবেঙ্গল
প্রথমে আপুইয়া রালতে দলে সই করাতে চেষ্টা করেছিল লাল-হলুদ ক্লাব। তিনি যোগ দেন মোহনবাগান সুপার জায়েন্টে। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল রিক্রুটারদের ফোনটাও নাকি তুলতে চাননি আপুইয়া। এমনটাই একটা ভিডিওতে জানিয়েছেন এই তারকা। মোহনবাগানেই সই করার ইচ্ছে থাকলেও, বাধা হয়ে গিয়েছিল তাঁর আগের ক্লাব মুম্বই সিটি এফসি। তাঁকে ছাড়তে চায়নি তাঁরা। তবে তার মধ্যেই কাজের কাজটা সেরে ফেলেন সবুজ-মেরুন রিক্রুটাররা। এরপর জিকসন সিংকে দলে নিতে চেষ্টা করলেও একই ভাবে ব্যর্থ হল লাল-হলুদ। ২০২৫ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও, জিকসনকে দলে নিতে হলে, ট্রান্সফার ফি দিয়ে নিতে হত। তা হলে কি টাকাই প্রধান সমস্যা হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য? তা এখনই বলা সম্ভব নয়।  

তবে এখানেই শেষ নয়, গতকাল সবুজ-মেরুনে সই করা টম অ্যালডার্টকেও সই করাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রেও ব্যর্থ হয়েছে লাল-হলুদ। অর্থাৎ ট্রান্সফার মার্কেটে পরপর তিন ধাক্কা খেল ইস্টবেঙ্গল। অর্থাৎ ব্যর্থতার হ্যাটট্রিক গড়ে ফেলল তারা। কলকাতা লিগের ম্যাচ দেখতে রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল বড় ব্যবধানে জয় পেলেও, ম্যাচের শেষে তাঁকে প্রশ্ন করা হয় আইএসএল-এর দল নিয়ে। সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান দেবব্রত সরকার। তা হলে কী ব্যর্থতা ঢাকতেই এই কৌশল নিচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা? কিন্তু এ মরসুমেও ফল না পেলে, বিক্ষোভ সামলানো যাবে তো? প্রশ্ন থেকেই যাচ্ছে।    

Advertisement

       

আরও পড়ুন

Advertisement