East Bengal, dimitrios diamantakosদিমিত্রিয়াস ডিমানটাকোসকে (Dimitrios Diamantakos) সই করিয়েই ফেলল ইস্টবেঙ্গল (East Bengal)। সূত্রের খবর থাকলেও, শুক্রবার দুপুরে তা সরকারিভাবে ঘোষণা করে দিল লাল-হলুদ ক্লাব। এর ফলে মোট চার বিদেশিকে সই করিয়ে ফেলল কার্লেস কুয়াদ্রাতের দল। গত মরসুমে দারুণ ছন্দে ছিলেন গ্রিক স্ট্রাইকার। আর এদিন তাই গ্রিক দেবতাদের ছবি দিয়েই অভিনব কায়দায় ডিমানটাকোসের সই করার কথা জানিয়ে দিল ইস্টবেঙ্গল। যা দেখে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা।
গত মরসুমে গল্ডেন বুট জিতেছেন ডিমানটাকোস
দিমিত্রিয়াস ডিমানটাকোস ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন গত মরসুমে। কেরলের হয়ে জিতেছিলেন গোল্ডেন বুটও। ইস্টবেঙ্গলের পাশাপাশি তাঁকে সই করানোর দৌড়ে অনেকদিন ধরেই এগিয়ে ছিল মুম্বই সিটি এফসিও। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না ডিমানটাকোসের চোটের কারণে। চোট থেকে সুস্থ না হলে ডিমানটাকোসকে সই করানো হবে না বলেই জানিয়েছিল লাল-হলুদ টিম ম্যানেজেমেন্ট।
ফিট হয়েছেন ডিমানটাকোস?
গ্রিক স্ট্রাইকার গত মরসুমে কেরলের (Kerala Blasters) হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন। যে কারণে শেষ কয়েকটি ম্যাচে তাঁকে খেলানো হয়নি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছিল, তিনি কি পুরোপুরি ফিট? সেই কারণেই তাঁর আসা প্রায় নিশ্চিত হলেও, ডিমানটাকোসের মেডিকেল রিপোর্ট কেমন আসে তার জন্য অপেক্ষা করছিল ইস্টবেঙ্গল। পরে মেডিকেল রিপোর্ট আসার পোর তাঁর সই চূড়ান্ত হয়ে যায়। ট্রান্সফার মার্কেট না খোলায় সরকারি ঘোষণা করা যাচ্ছিল না।
জানা গিয়েছে ডিমানটাকোসের চোট এখনও পুরোপুরি না সারলেও, সেই চোট তেমন গুরুতর নয়। তাই নতুন মরসুম শুরুর আগেই তাঁর সুস্থ হয়ে যাওয়ার সম্ভবনা প্রবল। তবে গত মরসুমে ইয়াগো ফালকের চোটের কারণে একেবারে শেষ মুহূর্তে ছিটকে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে লাল-হলুদ। তাই ডিমানটাকোসের সঙ্গে (১+১) বছরের চুক্তি চূড়ান্ত হয়ে গেলেও, তাঁকে সই করানোর আগে আর কয়েকটা দিন আপক্ষা করতে চাইছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।