East Bengal Transfer: ইস্টবেঙ্গলে সম্ভবত তারকা ডাচ মিডফিল্ডার, কত খরচ হতে পারে?

অ্যাটাকিং মিডফিল্ডার আল খ্যাতিকে (Nasser El Khayati)দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএল (ISL) শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। 

Advertisement
ইস্টবেঙ্গলে সম্ভবত তারকা ডাচ মিডফিল্ডার, কত খরচ হতে পারে?আল খ্যাতি

অ্যাটাকিং মিডফিল্ডার আল খ্যাতিকে (Nasser El Khayati)দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএল (ISL) শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। 

দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল

সেইমতো লগ্নিকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করার পর গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয় কর্তাদের তরফ থেকে। নতুন মরশুমে ইতিমধ্যেই কোচ ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদে যোগ দিয়েছেন, কার্লোস কুয়াদ্রাত। তাঁর সঙ্গেই দলে এসেছেন, নন্দকুমার, সিভেরিওর মতো ফুটবলাররা। আর এবার চেন্নাইয়েন এফসি থেকে আরও এক ফুটবলার সই করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এখনই সরকারিভাবে কোনও ফুটবলারের সই করার কথা জানানো হয়নি। দলে বিদেশি আনার ক্ষেত্রে কোচের কথা মতো কাজ করার কথা শোনা গেলেও দেশীয় ব্রিগেডের ক্ষেত্রে এখন থেকেই সক্রিয় ইমামি ম্যানেজমেন্ট। 
কাতার স্পোর্টস ক্লাব, নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ও ইংল্যান্ডের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়েও খেলেছেন এই ফুটবলার। তবে এই ফুটবলারকে সই করাতে তিন কোটি টাকা খরচ করতে হবে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টকে। সবচেয়ে বড় কথা হল, ১২ ম্যাচে ৯ গোল রয়েছে তাঁর। রয়েছে পাঁচটি অ্যাসিস্টও। 

আরও পড়ুন: মোহনবাগানে আসছেন মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ, কবে?

বোরহাকেও সই করাচ্ছে ইস্টবেঙ্গল

পাশাপাশি শোনা যাচ্ছে, স্প্যানিশ মিডিও বোরহা হেরেরাকে (Borja Herrera) দলে নিতে চাইছে তাঁরা। বোরহা এইমুহূর্তে রয়েছেন হায়দরাবাদ এফসিতে (Hyderabad FC)। শোনা যাচ্ছে, লাল হলুদ টিম ম্যানেজমেন্ট চাইছে আগামী মরশুমে তাঁকে সই করাতে। সুতরাং স্ট্রাইকার সমস্যা মিটিয়ে এবার মিডফিল্ডও শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল। সেই জন্যই সেন্ট্রাল মিডফিল্ডার নিচ্ছে লাল-হলুদ।  

আরও পড়ুন: 'লিস্টন কোলাসো হয়তো পরের বছর ১০টা গোল করবে,' বলছেন প্রীতম
  
এছাড়াও, কেরালা ব্লাস্টার্স থেকে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরাকে আনার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল। তবে এসবের মাঝেই এবার উঠে হল এক ডাচ তারকার নাম। তিনি আবদেনাসের আল খায়াতি। চলতি মরশুমে তিনিও চেন্নায়েন এফসির হয়ে আইএসএল খেলেছেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement