East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে এবার মেসির সতীর্থ! কাকে অফার করল লাল-হলুদ?

লিওনেল মেসির (Lionel Messi) সতীর্থকে সই করাতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal Transfer News)। স্ট্রাইকার ও মিডফিল্ডারদের নিয়ে সমস্যটাই মিটে গিয়েছে ইস্টবেঙ্গলের। এবার তাই লাল-হলুদ রিক্রুটারদের নজরে ভাল মানের বিদেশি ডিফেন্ডার। সেই লক্ষ্যেই এবার ঝাঁপাচ্ছে লাল-হলুদ। সেই কারণেই মেসির সঙ্গে বার্সেলোনার হয়ে খেলা স্টপার অ্যান্ড্রু ফন্টাসকে সই করানোর চেষ্টায় লাল-হলুদ। জিরোনা থেকে উঠে আসা এই ফুটবলার ২০১২-১৩ মরসুমে খেলেছেন বার্সেলোনায়।

Advertisement
ইস্টবেঙ্গলে এবার মেসির সতীর্থ! কাকে অফার করল লাল-হলুদ? East Bengal

লিওনেল মেসির (Lionel Messi) সতীর্থকে সই করাতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal Transfer News)। স্ট্রাইকার ও মিডফিল্ডারদের নিয়ে সমস্যটাই মিটে গিয়েছে ইস্টবেঙ্গলের। এবার তাই লাল-হলুদ রিক্রুটারদের নজরে ভাল মানের বিদেশি ডিফেন্ডার। সেই লক্ষ্যেই এবার ঝাঁপাচ্ছে লাল-হলুদ। সেই কারণেই মেসির সঙ্গে বার্সেলোনার হয়ে খেলা স্টপার অ্যান্ড্রু ফন্টাসকে সই করানোর চেষ্টায় লাল-হলুদ। জিরোনা থেকে উঠে আসা এই ফুটবলার ২০১২-১৩ মরসুমে খেলেছেন বার্সেলোনায়।

আগেই ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। এরপর মাদিয়া তালালকে চূড়ান্ত করে লাল-হলুদ। এরপর গত মরসুমে খেলা সাউল ক্রেসপোকে রেখে দিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি স্ট্রাইকার দিমিত্রিয়াস ডিয়ামানটাকোসকেও সই করানোর পথে লাল-হলুদ। আর ডিফেন্সে হিজাজি মাহের আগেরবারের মতো এবারেও দলে থাকছেন। ফলে আরও এক ডিফেন্ডারকে নিতে হবে কার্লেস কুয়াদ্রাতের দলকে। এমন অবস্থায় অ্যান্ড্রু ফন্টাসকে সই করাতে পারলে বিরাট লাভ হবে দলের।

অ্যান্ড্রু ফন্টাস তাঁর কেরিয়ার শুরু করেন বার্সেলোনা অ্যাকাডেমি থেকে। এরপর জিরোনার ইয়ুথ দলের হয়ে খেলেন। এরপর ফের বার্সেলোনায় আসেন তিনি। সেখান থেকে এফসি মালোর্কা ও পরে সেল্টা ভিগোর হয়েও খেলেছেন এই ডিফেন্ডার। গত মরসুমে খেলেছেন আমেরিকার টপ ডিভিশন ক্লাব কানসাস সিটিতে। অর্থাৎ স্প্যানিশ লিগে খেলার পাশাপাশি মেজর লিগ সকারেও দাপিয়ে খেলেছেন অ্যান্ড্রু ফন্টাস। তাঁকে ইস্টবেঙ্গল সই করাতে পারলে ডিফেন্স বেশ মজবুত হবে বলেই আশা করা যায়।         

শুধু স্প্যানিশ ডিফেন্ডারকে সই করানো নয়, রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে ও বিকল্প বাড়াতে গত মরসুমে হায়দরাবাদে (Hydersbad FC) খেলা ভারতীয় ডিফেন্ডার আলেক্স সাজিকে (Alex Saji) দলে নিয়ে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। সম্ভবত তাঁর সঙ্গে দু'বছরের চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল, এমনটাই খবর। হায়দরাবাদের সঙ্গে আরও দু'বছরের চুক্তি রয়েছে সাজির, কিন্তু ইস্টবেঙ্গল হায়দরাবাদকে ট্রান্সফার ফি দিয়েই তাঁকে দলে নিচ্ছে, এমনটাই সূত্রের খবর।  ফলে এই মরসুমে যথেষ্ট শক্তিশালী দল গড়তে চলেছে লাল-হলুদ। 

Advertisement

POST A COMMENT
Advertisement