scorecardresearch
 

East Bengal Transfer News: দেশের তারকা ডিফেন্ডার ইস্টবেঙ্গলে? জল্পনা তুঙ্গে

নতুন মরশুমে দল গঠনে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর এবার ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকেও সই করাতে ঝাঁপাচ্ছে তাঁরা। ইতিমধ্যেই মন্দার রাও দেশাই (Mandhar Rao Desai), নন্ধাকুমার (Nandhakumar), নিশু কুমার (Nishu Kumar), হরমনজোত সিং খাবরাকে (Harmanjot Singh Khabra) সই করিয়ে চমক দিয়েছে লাল-হলুদ ক্লাব। পাশাপাশি তিন বিদেশি তারকাকেসই করিয়ে মিডফিল্ড ও আক্রমণ ভাগের শক্তিও বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল
হাইলাইটস
  • তারকা ডিফেন্ডারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল?
  • আসছেন গেহলট?

নতুন মরশুমে দল গঠনে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর এবার ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকেও সই করাতে ঝাঁপাচ্ছে তাঁরা। ইতিমধ্যেই মন্দার রাও দেশাই (Mandhar Rao Desai), নন্ধাকুমার (Nandhakumar), নিশু কুমার (Nishu Kumar), হরমনজোত সিং খাবরাকে (Harmanjot Singh Khabra) সই করিয়ে চমক দিয়েছে লাল-হলুদ ক্লাব। পাশাপাশি তিন বিদেশি তারকাকেসই করিয়ে মিডফিল্ড ও আক্রমণ ভাগের শক্তিও বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।


এই মুহূর্তে এজকন ভারতীয় গোলরক্ষক, স্ট্রাইকার ও ডিফেন্ডারকে সই করাতে চাইছেন ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। স্ট্রাইকার সই করানোর ক্ষেত্রে উঠে এসেছিল, রহিম আলি, গুরকিরাত সিং মানের নাম। তবে ডিফেন্ডার কে হবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যহত ছিল। তবে এবার মনে করা হচ্ছে, ওড়িশা এফসির (Odisha FC) ডিফেন্ডারকে সই করাতে চাইছে তারা। সূত্রের খবর, ওড়িশা এফসির এক তরুন ডিফেন্ডারের দিকে নাকি নজর পড়েছে ইমামি ম্যানেজমেন্টের। তিনি হলেন নরেন্দ্র গাহলট। একটা সময় জামশেদপুর এফসির হয়েও  রক্ষনভাগ সামলেছেন তিনি। দলের হয়ে জিতেছেন আইএসএলের লিগ শিল্ড শিরোপাও।

নরেন্দ্র গেহলট
নরেন্দ্র গেহলট

কিন্তু পরের বছরই দল বদলে চলে আসেন ওড়িশা এফসি তে। কিন্তু শেষ মরশুমে খুব একটা ম্যাচ টাইম পাননি এই তারকা। যা নিয়ে রীতিমতো হতাশ ছিলেন নিজেও। তারমধ্যে এই নতুন মরশুমের আগে নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার আসার পর থেকে আরো অনিশ্চিত হয়ে পড়েছে তার থাকার সম্ভাবনা। ফলে তিনি নাকি ক্লাব খুঁজছেন।

আরও পড়ুন

সমস্যা যদিও থাকছেই। কারণ ২০২৫ সাল পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে ওড়িশার। তাই তাঁকে সই করাতে হলে, বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। বাজেট বাড়লেও এই বিপুল পরিমান টাকা দিয়ে নরেন্দ্র গেহলাটকে লাল-হলুদে আনা বেশ সমস্যার। আর সেই জন্যই বিকল্প পথের সন্ধান করছে ইমামি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, ওড়িশা এফসি-র সঙ্গে কথা বলে, লোনে ইস্টবেঙ্গলে আসতে পারেন তিনি। মূলত টাকার সমস্যা মেটাতেই এমন রাস্তা বেছে নিচ্ছে ইস্টবেঙ্গল। দেশীয় তারকা কে দলে নেওয়ার ক্ষেত্রে নাকি গত কয়েকদিন ধরেই যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করে আসছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাই সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে এই তরুণ ফুটবলারের নাম। এবারে ভালো দল গড়ার প্রতিশ্রুতি ইমামি ইস্টবেঙ্গল। 

Advertisement

 

Advertisement