scorecardresearch
 

East Bengal Transfer News: মোহনবাগানকে লিগ শিল্ড জেতান ডিফেন্ডার ইস্টবেঙ্গলে? ময়দানে জোর গুঞ্জন

ইস্টবেঙ্গলের (East Bengal) নজরে এবার মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)  প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hesctor Yuste)। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। গত মরশুমে মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। আইএসএলের (ISL) লিগ-শিল্ড জয়ী দলের অন্যতম সদস্য তিনি। আইএসএলে খেলার সুবাদে ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন ৩৬ বছরের ডিফেন্ডার। 

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল

ইস্টবেঙ্গলের (East Bengal) নজরে এবার মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)  প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hesctor Yuste)। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। গত মরশুমে মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। আইএসএলের (ISL) লিগ-শিল্ড জয়ী দলের অন্যতম সদস্য তিনি। আইএসএলে খেলার সুবাদে ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন ৩৬ বছরের ডিফেন্ডার। 

স্পেনের এই সেন্টারব্যাক কেরিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন দেশের ক্লাবেই। স্টপারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। এ মরসুমে তিনি ফ্রি-প্লেয়ার ছিলেন। তার আগে খেলেছেন সাইপ্রাসের ক্লাবে। স্পেনের নামি তিন  ক্লাব মায়োর্কা, গ্রানাডা এফসি, কাদিস ফুটবল ক্লাবে দীর্ঘ সময় খেলেছেন। লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলেছেন ২০০-র বেশি ম্যাচ। লা লিগা প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আধডজন ম্যাচ।

শুধু তাই নয়, কোপা ডেল রে এবং ইউরোপিয় মঞ্চেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ইউরোপা লিগে ১২টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গোল করার দক্ষতাও রয়েছে তাঁর। ক্লাব কেরিয়ারে প্রায় ৫০০-র কাছাকাছি ম্যাচ খেলেছেন, রয়েছে ২২টি গোল। অ্যাপলন লিমাসন ক্লাবে খেলার সময় এভার্টনের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ম্যাচ খেলেছিলেন হেক্টর। এভার্টনের বিরুদ্ধে শেষ মুহূর্তে হেক্টরের গোলে ড্র করে অ্যাপলন। এভার্টনের হয়ে গোল করেছিলেন ইংল্যান্ডের কিংদন্তি ফুটবলার ওয়েন রুনি। আর একটি গোল ভ্লাসিচের। সার্দিনেরোর গোলে এগিয়ে ছিল অ্যাপলন। সেখান থেকে রুনিদের বিরুদ্ধে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়া। ১০ জনে হয়ে পড়েছিল অ্যাপলন। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে গোল করে হার বাঁচান হেক্টর।

আরও পড়ুন

হেক্টর ইউস্তে
হেক্টর ইউস্তে

এরপর মোহনবাগানের হয়েও দারুণ খেলেছেন ইউস্তে। তবে বয়স একটা বড় ফ্যাক্টর। একেই মরসুম শুরুর আগে চোটের কবলে লাল-হলুদের একাধিক ফুটবলার। আর তার সঙ্গে ইউস্তেও যদি মরসুমের মাঝে চোট পেয়ে যান তা হলে সমস্যা বাড়তে পারে। এ নিয়েই তাই কিছুটা হলেও চিন্তায় ইস্টবেঙ্গল সমর্থকরা।  

Advertisement


 

Advertisement