অস্কার ব্রুজোর (Oscar Bruzon) নাম ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হিসেবে ঘোষণা হওয়ার পরেই রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। এর আগেও ইস্টবেঙ্গল বসুন্ধরা কিংসের (Basundhara Kings) এই তারকাকে দলে নিতে চেয়েছে ইস্টবেঙ্গল। তবে বাংলাদেশের ক্লাব তাঁকে না ছাড়ায় নিতে পারেনি লাল-হলুদ। বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার ইস্টবেঙ্গলে যোগ দিতেই রবিনহোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এরপর তিনি আবার বসুন্ধরার সঙ্গে সম্পর্কও ছিন্ন করতে চলেছেন।
সত্যিই কি ইস্টবেঙ্গলে আসছেন ব্রাজিলিয়ান তারকা?
২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো চলতি বছরের নভেম্বর মাসের পরই ফ্রি প্লেয়ার হয়ে যেতে পারে। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি নভেম্বর পর্যন্ত রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসেবে কোনও দলে যোগ দিলে ফিফার উইন্টার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হবে না লাল-হলুদকে। আরও একটা বিষয় মাথায় ঘোরাফেরা করছে ইস্টবেঙ্গল শিবিরের।
কার জায়গায় সই করতে পারেন রবিনহো?
অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের নয়া কোচ হওয়ার আগে থেকেই জানাচ্ছিলেন রবিনহোকে নিতে চান তিনি। বাংলাদেশের বসুন্ধরা কিংসের জার্সিতে ২০২১ সালের পর থেকে প্রচুর গোল রয়েছে তাঁর। অর্থাৎ বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায়। এএফসি কাপেও ভালো খেলেছেন। ক্লেইটন সিলভার বয়স ৩৬, সেখানে রবিনহোর ২৮। সেই কারণেই আক্রমণে তারুণ্য আনতে পারেন ব্রুজো। এমনিতেই প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের ক্লেইটনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম থেকে সুযোগ পেলেও গোল করতে পারেননি ক্লেইটন। মিস করেছেন একেবারে সহজ কিছু সুযোগ।
রবিনহোকে নিয়ে যা জানিয়েছেন বসুন্ধরা
ইতিমধ্যেই বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, আগামী মরসুমের জন্য তাঁকে আর সই করানো হবে না। কারণ তাঁরা দলের বাজেট কমানোর কথা ভাবছেন। এই পরিস্থিতিতে ৫৫ লাখ টাকাও যদি না দিয়ে, তাঁর পরিবর্তে যদি এক মাস আগে ব্রাজিলিয়ানকে রিলিজ করে দেওয়া যায়, সেক্ষেত্রে বসুন্ধরার লাভই হবে, আর রবিনহো আইএসএলের জন্য নেমে পড়তে পারবেন প্রিয় কোচের হয়ে। ফলে লালহলুদ সমর্থকদের মুখে হাসি ফুটতে পারে খুবই দ্রুত।
জানা যাচ্ছে বর্তমানে ৮ কোটি বাংলাদেশি মুদ্রার চুক্তিতে বসুন্ধরা কিংসে খেলেন রবিনহো। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেরকম অশান্তি চলছে তাতে সেদেশের ব্যবসার অবস্থা আগের মতো নেই। ফলে একজন ফুটবলারের পিছনে এত টাকা খরচা করার পক্ষপাতি নয় ক্লাবও। প্রায় ৫৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে তাঁর।