scorecardresearch
 

East Bengal Transfer News: জামশেদপুরের উইঙ্গার তুলতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল, দরকার হলে ট্রান্সফার ফি দিতেও রাজি

জামশেদপুর এফসি (Jamshedpur FC) থেকে তারকা উইঙ্গারকে সই করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। লেফট উইঙ্গার শ্যানন মহম্মদের (Shanon Mohammed) সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব। ইতিমধ্যেই এই লেফট উইঙ্গার খেলেছেন অনুর্দ্ধ-২৩ দলেও। আইএসএল-এ (ISL) গত মরসুমে ২০ ম্যাচে ২টি গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। তবে জামশেদপুরের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। তাই তাঁকে নিতে হলে, ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে লাল-হলুদকে। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

জামশেদপুর এফসি (Jamshedpur FC) থেকে তারকা উইঙ্গারকে সই করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। লেফট উইঙ্গার শ্যানন মহম্মদের (Shanon Mohammed) সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব। ইতিমধ্যেই এই লেফট উইঙ্গার খেলেছেন অনুর্দ্ধ-২৩ দলেও। আইএসএল-এ (ISL) গত মরসুমে ২০ ম্যাচে ২টি গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। তবে জামশেদপুরের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। তাই তাঁকে নিতে হলে, ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে লাল-হলুদকে। 

শুধু লেফট উইঙ্গার হিসেবে নয়, রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেছেন তিনি। রিলায়েন্স ইউথ ক্যাম্প থেকে উঠে আসা এই ফুটবলারকে এক কোটি টাকা দিয়ে কিনে নেয় জামশেদপুর। এরপর লাল-হলুদ তাঁকে সই করতে পারে কিনা সেটাই দেখার। ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে বিরাট প্রভাব ফেলেছে ইস্টবেঙ্গল। একের পর এক তারকা ফুটবলার তুলে নিচ্ছে লাল-হলুদ।

ইতিমধ্যেই আগের মরসুমের তিন বিদেশি তারকাদের সই করিয়ে নেওয়ার পাশাপাশি ভারতীয় বেশ কয়েকজন তারকাকেও সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। একে একে আনুষ্ঠানিক ঘোষণাও শুরু করে দিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। শুক্রবারও ঘোষণা হবে আরও এক ফুটবলারের নাম। এমনটাই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। 

আরও পড়ুন

গত মরসুমে ভাল শুরু করলেও, ডুরান্ড কাপে ফাইনালে হারতে হয়। এরপর আইএসএল-এও খুব ভাল কিছু করতে পারেনি লাল-হলুদ। প্লে অফে পৌঁছাতেও ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি টায়ার ২ প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলে তারা। আর এবার পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের মাধ্যমে ঢাকে কাঠি পড়তে চলেছে মরসুমের। ২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তবে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়েন্ট কবে মাঠে নামবে তা ঠিক হয়নি বলে আইএফএর তরফে জানানো হয়েছে। বড় ম্যাচ কবে সেটাও জানানো হয়নি। তবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে সব দলই।   

Advertisement

Advertisement