East Bengal Transfer News: সুপার কাপ ইস্টবেঙ্গলের, লাল-হলুদ তবু ছাড়ছেন স্প্যানিশ তারকা, পরিবর্তে কে?

সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের।

Advertisement
সুপার কাপ ইস্টবেঙ্গলের, লাল-হলুদ তবু ছাড়ছেন স্প্যানিশ তারকা, পরিবর্তে কে?east bengal
হাইলাইটস
  • ইস্টবেঙ্গল ছাড়ছেন বোরহা
  • তাঁর জায়গায় কে?

সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের। কত তাড়াতাড়ি তিনি শহরে পা রাখেন সেটাই দেখার। চলতি মরসুমে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে গোয়ার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর জায়গায় লাল-হলুদে আসছেন আরও এক তারকা।


গত বছর তিনি খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস), সেখানেই এখন খেলেন লিয়োনেল মেসি, লুই সুয়ারেজরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে এই ফুটবলারের। আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে। অন্য দিকে, বোরহা গোয়াতে যোগ দেবেন আগামী দু`দিনের মধ্যে।
ডার্বিতে পাওয়া যাবে?

ভিক্টর ভ্যাজকুয়েজ
ভিক্টর ভ্যাজকুয়েজ

ডার্বি দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করবে ইস্টবেঙ্গল। তার আগে সুপার কাপ জেতা অক্সিজেন দিচ্ছে কুয়াদ্রাতের দলকে। লিগ পর্বের শেষে প্রথম ছয়ের মধ্যে থাকাই এখন লক্ষ্য ইস্টবেঙ্গলের। আইএসএল-এ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন এফসি গোয়ার ভিক্টর রদ্রিগেস। তিনি বাকি মরসুমে জন্য ছিটকে যান। তার পর থেকেই ভিক্টরের পরিবর্ত ফুটবলার খোঁজার কাজে নেমে পড়ে গোয়া। ইস্টবেঙ্গলের কাছে প্রস্তাব দেওয়া হয় বোরহাকে নেওয়ার। সেই প্রস্তাবে ইস্টবেঙ্গল রাজি হয়ে গিয়েছে বলেই জন্য গিয়েছে। গোয়া এমন একজন ফুটবলেরকে চাইছিল যিনি আগে আইএসএলে খেলেছেন। সেই সুবাদে বোরহাই গোয়ার প্রথম পছন্দ ছিল। গোয়ার কোচ এখন মানোলো মার্কুয়েজ। গত বছর হায়দ্রাবাদের কোচ থাকাকালীন তিনিই বোরহাকে ভারতীয় ফুটবলে এনেছিলেন। সেই বোরহা হায়দরাবাদে খেলে এখন ইস্টবেঙ্গলে। আইএসএলে ইতিমধ্যেই ২২টি ম্যাচ খেলে ফেলেছেন।


রবিবার বোরহার ক্ষণিকের ভুলেই রবিবার গোল করে ওড়িশাকে এগিয়ে দিয়েছিলেন দিয়েগো মৌরিসিয়ো। আবার পরের দিকে সেই বোরহার জন্যই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখতে তাঁর জুড়ি নেই।

Advertisement

POST A COMMENT
Advertisement