East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে পরের মরসুমেই ফিরছেন ব্রাইট? সোশ্যাল মিডিয়ায় ফুটবলার লিখলেন...

পরের মরসুমে কি ইস্টবেঙ্গলে আসছেন ব্রাইট এনোবাখারে? দুই মরসুম আগে লাল-হলুদ জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন এই বিদেশী মিডফিল্ডার। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর করা দুর্দান্ত গোল এখনও ভুলতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই ফ্যানদেরকেই সোশ্যাল মিডিয়ায় আশ্বাস দিয়েছেন ব্রাইট। সেইটা স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
ইস্টবেঙ্গলে পরের মরসুমেই ফিরছেন ব্রাইট? সোশ্যাল মিডিয়ায় ফুটবলার লিখলেন...ব্রাইট এনোবাখারে ও কার্লেস কুয়াদ্রাত

পরের মরসুমে কি ইস্টবেঙ্গলে আসছেন ব্রাইট এনোবাখারে? দুই মরসুম আগে লাল-হলুদ জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন এই বিদেশী মিডফিল্ডার। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর করা দুর্দান্ত গোল এখনও ভুলতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই ফ্যানদেরকেই সোশ্যাল মিডিয়ায় আশ্বাস দিয়েছেন ব্রাইট। সেইটা স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ফ্যানরা ব্রাইটের কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইস্টবেঙ্গলে ফিরবেন কিনা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দলের প্রাক্তন সদস্য লেখেন, 'পরের মরসুমে'। এর আগেও এই একই প্রশ্ন করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেইটা সময় তাঁর উত্তর ছিল, 'হ্যাঁ আমি ফিরছি।' তবে কবে তিনি ফিরছেন তা তখনও স্পষ্ট করেননি। এরপর তিনি জানিয়ে দেন, পরের মরসুমে ফের ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে তাঁকে।

এরপরেই দারুণ খুশি লাল-হলুদ সমর্থকরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে দিয়েছেন, ক্লেইটন, ব্রাইট আর ব্রাউন তিন তারকা থাকলে আর চিন্তা কী? এই মরসুমেই ফেলিসিও ব্রাউন যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে। দুই মরসুম দলের সেরা গোলস্কোরারের নাম ক্লেইটন। এই মরসুমেও সাত গোল তাঁর নামের পাশে। ফলে পরের মরসুমে এই তিন বিদেশীকে নিয়েই স্বপ্ন দেখছে লাল-হলুদ।


ইতিমধ্যেই লাল-হলুদের হেড কোচ কার্লস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, পরের মরসুমে এএফসি কাপ খেলার প্রস্তুতি হিসেবে আরও এক বিদেশী ফুটবলারকে তাঁরা সই করিয়ে ফেলেছেন। এরপর থেকেই জল্পনা বাড়তে থাকে। কে সেইটা বিদেশী ফুটবলার? এখন সোশ্যাল মিডিয়ায় ব্রাইট নিজেই তা জানিয়ে দেওয়ায় অনেকটাই নিশ্চিন্ত সমর্থকরা। সুপার কাপ জিতে অনেকটাই উজ্জীবিত ইস্টবেঙ্গল। ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি এসেছে ক্লাবে। তবে এবারের আইএসএল-এও যে খুব ভাল জায়গায় আছে তা বলা যাবে না একেবারেই। হায়দরাবাদের বিরুদ্ধে জিতে লিগ টেবিলের আট নম্বরে উঠে এসেছে তারা। ছয়ের মধ্যে থেকে প্লে অফে যাওয়াই এখন লক্ষ্য কুয়াদ্রাতের দলের। পাশাপাশি পরের মরসুমের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ।

Advertisement

POST A COMMENT
Advertisement