দিমিত্রিয়াস ডিয়ামানটাকোসকে নিয়ে নতুন করে জল্পনা। সোমবারই এই তারকা স্ট্রাইকার জানিয়েছিলেন তিনি কেরল ব্লাস্টার্স ছাড়ছেন। সেই সময় থেকেই শুরু হয়ে যায় নানা জল্পনা। মনে করা হচ্ছিল, ইস্টবেঙ্গল এই স্ট্রাইকারকেও হাতছাড়া করে ফেলতে পারে। লড়াইয়ে এসেছিল মুম্বই সিটি এফসি। যদিও ইস্টবেঙ্গল অফার দেওয়ার আগেই মুম্বই এবারে সবচেয়ে বেশি গোল দেওয়া স্ট্রাইকারকে তুলে নিতে চেয়েছিল। পরে মুম্বইকে টেক্কা দেয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
একটা সময় শোনা যাচ্ছিল, ভারতের কোনও ক্লাব নয়, বিদেশে খেলতে যেতে পারেন গ্রিসের এই স্ট্রাইকার। তবে সূত্রের খবর, সই না হলেও এখনও এগিয়ে ইস্টবেঙ্গল। ডিমানটাকোসকে ভীষণভাবে দরকার ছিল লাল-হলুদের। আর কারণটা খুব স্পষ্ট। একে ক্লেইটন সিলভার বয়স হয়েছে। ফলে গোটা মরসুম তাঁর পক্ষে সমানভাবে খেলে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি এ মরসুমে শুধু ঘরোয়া লিগ তো নয়, রয়েছে এএফসি ২ প্লেঅফও। এমন জায়গায় ভাল মানের ফিট স্ট্রাইকার না থাকলে সমস্যা হতে পারে। সেই কারণেই এই ফুটবলারকে সই করাতে মরিয়া লাল-হলুদ।
শুধু ডিয়ামানটাকোস নয়, ইস্টবেঙ্গল এবার একাধিক তারকাকে সই করাতে ঝাঁপাচ্ছে। ভাল দল গড়ে বিপক্ষকে টেক্কা দেওয়াই লক্ষ্য লাল-হলুদের। এই মরসুমে সুপার কাপ জিতলেও আইএসএল-এর প্লে অফে যাওয়া হয়নি লাল-হলুদের। সে কারণেই এবার সেই ব্যর্থতা মুছে ফেলে ধারাবাহিকতা দেখাতে চায় লাল-হলুদ। স্পেনে ফিরে গেলেও দলের সমস্ত বিষয় খোঁজখবর রাখছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন।
এবারও ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে খেলেছেন ডিমানটাকোস। কেরল ব্লাস্টার্সের জার্সিতে প্রচুর গোল করেছেন তিনি। সেই সুবাদেই এ বছর এই ফুটবল টুর্নামেন্টের গোল্ডেন বুট ছিনিয়ে নেন এই গ্ৰীক ফুটবলার। গোলসংখ্যায় তিনি পিছনে ফেলে দিয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স, রয় কৃষ্ণাদের মতো দাপুটে ফুটবলারদের। ক্লাব ফুটবলের মরশুম শেষ হওয়ার পর থেকেই তাঁর দিকে নজর রাখতে শুরু করে একাধিক ফুটবল ক্লাব।