scorecardresearch
 

East Bengal Transfer Update: পরের মরসুমের জন্য আরও এক বিদেশিকে প্রস্তাব, কাকে নিতে চায় ইস্টবেঙ্গল?

দিমিত্রিয়সকে নিতে চেয়েও পায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁর জায়গায় পঞ্জাব এফসি-র (Punjab FC) ফুটবলারকে সই করাতে মরিয়া লাল-হলুদ। এ মরসুমে নতুন করে ফুটবলার সই করানোর জায়গা নেই। মার তিনটি ম্যাচ বাকি। পাশাপাশি কোনও ক্লাবই এই সময় তাদের ফুটবলারকে ছাড়বে না। তাই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। ইতিমধ্যেই মহমেডান থেকে ডেভিড ও চেন্নাইয়েন থেকে শমীক মিত্রকে সই করিয়েছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। তবে এবার উঠে আসছে এক বিদেশির নাম। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • দুই তারকাকে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল
  • পরের মরসুমে ভাল দল গড়তে পারবে ইস্টবেঙ্গল?

দিমিত্রিয়সকে নিতে চেয়েও পায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁর জায়গায় পঞ্জাব এফসি-র (Punjab FC) ফুটবলারকে সই করাতে মরিয়া লাল-হলুদ। এ মরসুমে নতুন করে ফুটবলার সই করানোর জায়গা নেই। মার তিনটি ম্যাচ বাকি। পাশাপাশি কোনও ক্লাবই এই সময় তাদের ফুটবলারকে ছাড়বে না। তাই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। ইতিমধ্যেই মহমেডান থেকে ডেভিড ও চেন্নাইয়েন থেকে শমীক মিত্রকে সই করিয়েছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। তবে এবার উঠে আসছে এক বিদেশির নাম। 

কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?
ফরাসি ফুটবলার মাদিয়া তালালকে পেতে ঝাঁপিয়েছে লাল-হলুদ। তবে লাল-হলুদের সঙ্গে লড়াইয়ে মুম্বই সিটি এফসিও। পঞ্জাব এফসি-র এই ফুটবলার এবারে দারুণ ছন্দে আছেন। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯ ম্যাচে চারটি গোল করেছেন। এই মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দুই অ্যাসিস্ট জিততে সাহায্য করেছিল পঞ্জাবকে। গোল করেছেন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও। পাশাপাশি রয়েছে আটটি অ্যাসিস্ট। এরিয়াল ডুয়েলেও বেশ ভাল এই ফুটবলার। তাঁর দক্ষতা মুগ্ধ করেছে আইএসএল-এর বিভিন্ন ক্লাবের কোচদের। এর আগে গ্রিক ক্লাব কিফসিয়াস এফসি-র হয়ে খেলতেন মাদিয়া। ২১ ম্যাচে পাঁচ গোল ছিল তাঁর। সেখান থেকেই আসেন পঞ্জাব এফসি-তে। সুপার সিক্সের লড়াইয়ে এখনও প্রবলভাবে টিকে রয়েছে পঞ্জাব। সাত নম্বরে থাকা এই দলের পয়েন্ট ২১। 

আর কাদের টার্গেট করছে ইস্টবেঙ্গল?
ভাল মানের ভারতীয় ফুটবলার ছাড়া যে আইএসএল-এ ভাল কিছু করা সম্ভব নয়, তা ভালভাবেই জানেন ইস্টবেঙ্গল কর্তারা। তাই বীনিথ রাই, সুরেশকেও প্রস্তাব দিয়ে রেখেছে লাল-হলুদ। পাশাপাশি এক ঝাঁক ফুটবলারকে সই করাতে তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছেন তাঁরা। সেই তালিকায় দীপক টাংরি, অ্যালেক্স সাজি, রাহুল ভেকে, জিতেন্দ্র সিং, মাকেন ছোটে, হরমিপাম, জগদীপ যেমন রয়েছেন, তেমনই আঁচেন রয় কৃষ্ণ, জুয়ান মেরারা। জুয়ান এর আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁকে ফের সই করিয়ে মিডফিল্ড আরও শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ।            

Advertisement

আরও পড়ুন

Advertisement