scorecardresearch
 

East Bengal vs Mohammedan Sporting: ৯ জনে খেলেই এল প্রথম পয়েন্ট, মহমেডানকে আটকে দিল 'সাহসী' ইস্টবেঙ্গল

ডার্বি ম্যাচে উত্তেজনা থাকবেই। আর সেই উত্তেজনায় পর পর দুটো লাল কার্ড খেয়ে বিপদে পড়ে অস্কার ব্রুজোর দল। তবে ৯ জনে খেলেও প্রথম পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা লালচুংনুঙ্গা। শুরু থেকেই লাল-হলুদ ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছে মহমেডান। তবে গোল আসেনি। ইস্টবেঙ্গল ফুটবলাররা লড়াই চালালেও সেভাবে সুযোগ পাচ্ছেন না। 

Advertisement
ইস্টবেঙ্গলের ড্র ইস্টবেঙ্গলের ড্র

ডার্বি ম্যাচে উত্তেজনা থাকবেই। আর সেই উত্তেজনায় পর পর দুটো লাল কার্ড খেয়ে বিপদে পড়ে অস্কার ব্রুজোর দল। তবে ৯ জনে খেলেও প্রথম পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা লালচুংনুঙ্গা। শুরু থেকেই লাল-হলুদ ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছে মহমেডান। তবে গোল আসেনি। ইস্টবেঙ্গল ফুটবলাররা লড়াই চালালেও সেভাবে সুযোগ পাচ্ছেন না। 

ড্র হল ডার্বি

৯ জনে খেলেও ডার্বি ড্র করল ইস্টবেঙ্গল। সাত ম্যাচ পর প্রথম পয়েন্ট এল লাল-হলুদের ঘরে। 

১০ মিনিট সংযুক্তি সময়

ডার্বি কি গোলশূন্যই থাকবে? উত্তর পাওয়া জাবে আর ১০ মিনিটে। 

তালালের জায়গায় ক্লেইটন

গোলের খোঁজে ইস্টবেঙ্গল? নাকি অভিজ্ঞ ফুটবলার বাড়ানোর চেষ্টা। তা স্পষ্ট না হলেও, মাঠে নামলেন ক্লেইটন। বাইরে গেলেন মাদিহ তালাল। 

প্রথম পরিবর্তন ইস্টবেঙ্গলের

সৌভিক চক্রবর্তীর জায়গায় মাঠে নামলেন জিকসন সিং। ৭৪ মিনিটেও ম্যাচের ফল ০-০।  

মহমেডানের তৃতীয় পরিবর্তন

রেমসাঙ্গার জায়গায় মাকেন ছোটেকে নিয়ে এলেন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। 

সহজ সুযোগ নষ্ট মানজুকির

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করল মহমেডান। ফ্রাঙ্কার দারুণ ক্রস মিট করতে পারলেন না পরিবর‍্ত হিসেবে  নামা মানজুকি। ম্যাচের ফল এখনও ০-০। 

তালালের শট ব্লক

দারুণ আক্রমণ তুলে এনেছিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মাদিহ তালালের শট ব্লক করলেন মহমেডান ডিফেন্ডার। ৬০ মিনিট পরেও ম্যাচের ফল ০-০।   

সহজ সুযোগ নষ্ট বিকাশের

দারুণ ফুটবল মহমেডানের। ক্যাপ্টেন অ্যাডিঙ্গার ক্রসে মাথা ছোঁয়ালেও তা টার্গেটে রাখতে পারলেন না বিকাশ। ৯ ফুটবলারের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল না পাওয়ায় চাপ বাড়ছে মহমেডানের উপর।   

জোড়া পরিবর্তন মহমেডানের

Advertisement

অ্যালেক্সিসের জায়গায় দ্বিতীয়ার্ধের শুরুতে নামলেন মানজুকি। আর হলুদ কার্ড খাওয়া অমরজিতের বদলে নামলেন লালরিনফেলা। 

প্রথমার্ধ শেষ

প্রথমার্ধে গোল পেল না কোনও দল। মহমেডান আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। আর ডিফেন্ড ছাড়া কিছুই করার নেই ইস্টবেঙ্গলের। ৯ জনে খেলে গোল করার কোনও সুযোগই পাচ্ছে না তারা। ম্যাচের ফল তবুও ০-০। 

জোড়া লালকার্ড

মাঠে অসভ্যতা নাওরেম মহেশ সিং-এর। হলুদ কার্ড আগেই খেয়েছিলেন তিনি এবার নন্দাকুমার লাল কার্ড খাওয়ার প্রতিবাদে জলের বোতলে লাথি মারেন মহেশ। ম্যাচের শুরুতেই তিনি ফাউল করায় হলুদ কার্ড খান। এরপর মাঠের মধ্যে এমন করায় দ্বিতীয় হলুদ কার্ড দিতে সময় নেননি হরিশ কুন্ডু। 

লাল কার্ড খেলেন নন্দা

ঠিক যেন রেসলিং। জার্সি ধরে রাখায় মহমেডানের অমরজিৎ সিং কিয়ামের মুখে ঘুষি চালান নন্দাকুমার। অমরজিৎকে হলুদ কার্ড দেওয়ার পর লাল কার্ড খান নন্দাও। 

পেনাল্টি থেকে বঞ্চিত ইস্টবেঙ্গল  

পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল। ডিমানটাকোসকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হলেও রেফারি হরিশ কুন্ডুর দাবি ফাউল হয়েছে বক্সের বাইরে। ফলে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। সেখান থেকে মাদিহ তালালের শট দারুণ সেভ করলেন ভাস্কর রায়। 

Advertisement