East Bengal vs Mohammedan Sporting: শনিবারের ডার্বির আগে চোট তারকা ফুটবলারের, সমস্যায় অস্কারের ইস্টবেঙ্গল

শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে জয় দিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (India Super League) প্রথম পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal)। তবে অনুশীলনের মাঝেই দলের গোলকিপার প্রভসুকান সিং গিল (Prabhsukhan Singh Gill) চোট পাওয়ায় আশঙ্কা ইস্টবেঙ্গল দলে। এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) দারুণ ছন্দে থাকা গিল যদি শনিবারের ডার্বিতে খেলতে না পারেন তবে সমস্যায় পড়তে হবে অস্কার ব্রুজোর দলকে। 

Advertisement
শনিবারের ডার্বির আগে চোট তারকা ফুটবলারের, সমস্যায় অস্কারের ইস্টবেঙ্গলEast Bengal team

শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে জয় দিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (India Super League) প্রথম পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের (East Bengal)। তবে অনুশীলনের মাঝেই দলের গোলকিপার প্রভসুকান সিং গিল (Prabhsukhan Singh Gill) চোট পাওয়ায় আশঙ্কা ইস্টবেঙ্গল দলে। এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) দারুণ ছন্দে থাকা গিল যদি শনিবারের ডার্বিতে খেলতে না পারেন তবে সমস্যায় পড়তে হবে অস্কার ব্রুজোর দলকে। 

কী হয়েছে গিলের?
দলের সঙ্গে ১০ মিনিট ফিটনেস ট্রেনিং করার পরেই পায়ের পেশিতে অস্বস্তির কারণে উঠে যান প্রধান গোলরক্ষক প্রভসুখন সিং গিল। তারপরে আর তাঁকে অনুশীলনে দেখা যায়নি। যদিও ম্যাচের এখনও দুইদিন দিন বাকি রয়েছে। তাঁর মধ্যেই চোট নিয়ে ধোঁয়াশা। থাকলেও আশা করা হচ্ছে তিনি নামতে পারবেন। খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী গিলও। বলেন, 'তোমরা ভুল করছ তাতে আমার কোনও অসুবিধা নেই, শুধু নিজেদের সেরাটা দিয়ে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব।' 
কোন ছকে মহমেডানকে হারাতে চায় ইস্টবেঙ্গল? 
সূত্রের খবর, মহমেডানকে হারাতে আক্রমণকে অস্ত্র করেই ছক কষছেন ব্রুজো। দলে থাকছেন ডিমানটাকোস, সুযোগ পাবেন তালালও। ফলে বোঝাই যাচ্ছে মহমেডানের বিরুদ্ধে পুরো ৩ পয়েন্টের জন্যই ঝাঁপাবে ইস্টবেঙ্গল। তবে এর মাঝেই অনুশীলনে হিজাজি মাহেরের সঙ্গে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোচের। ব্যাপারটি ম্যানেজমেন্টের চোখ এড়ায়নি। যদিও ইস্টবেঙ্গল অনুশীলনে সেই ফিল গুড় ব্যাপারটা ভালমতই দেখা গেল। শুরুতেই পুরোদস্তুর ফিটনেস ট্রেনিংয়ের মাঝে কোচ, ফুটবলাররা খুনসুটিতে মেতে উঠলেন। অনুশীলন চলাকালীন ফুটবলারদের তাঁদের সতীর্থদের ঠিকঠাক পাস দেওয়ার ট্রেনিংও করলেন ব্রুজো।

আসন্ন ডার্বির দল হতে পরে ঠিক এইরকম 
গোলে গিল অথবা দেবজিত, দুই সাইড ব্যাক রাকিল এবং লালচুনুেঙ্গা, মাঝে হিয়াজি ও আনোয়ার। মাঝে খেলবেন সউল, সৌভিক। একটু উপরে তালাল। এছাড়া রাইট উইংয়ে মহেশ এবং বাঁ দিকে নন্দকুমার। সামনে দিমানতাকোস।  সেই সময় তিনি

Advertisement

POST A COMMENT
Advertisement