scorecardresearch
 

East Bengal vs Nejmeh SC Live Streaming: আজ ইস্টবেঙ্গলের ম্যাচ টিভি-তে দেখা যাবে না, মোবাইলে কীভাবে দেখবেন? রইল Link

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা মনমতো না হলেও দারুণভাবে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। পারো এফসি-র বিরুদ্ধে ড্র করার পর নিজের পুরোনো দলের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে অস্কার ব্রুজোর দল। ৪-০ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছেন সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপোরা। তবে জিততে হবে শুক্রবারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ নেজমেহ এফসি। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা মনমতো না হলেও দারুণভাবে ফিরে এসেছে ইস্টবেঙ্গল। পারো এফসি-র বিরুদ্ধে ড্র করার পর নিজের পুরোনো দলের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে অস্কার ব্রুজোর দল। ৪-০ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছেন সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপোরা। তবে জিততে হবে শুক্রবারও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ নেজমেহ এফসি। 

কীভাবে দেখবেন এই ম্যাচ?
শুক্রবার সাড়ে তিনটের সময় শুরু হবে এই ম্যাচ। এএফসি চ্যালেঞ্জ লিগের কোনও ম্যাচই টিভিতে দেখা যাচ্ছে না। তবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শুক্রবার দুপুরে একটি ইউটিউব লিঙ্ক শেয়ার করা হয়েছে। সেই লিঙ্কে গিয়ে সরাসরি দেখতে পারেন এই ম্যাচ।

ম্যাচের লিঙ্ক- https://www.youtube.com/live/NYzeCSW74ok?si=dF4wOEDqcTz3w7Qa

আরও পড়ুন

কীভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গল?
দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দু'নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সেবাননের নেজামেহ এফসি। ১ নভেম্বর তাদের হারালেই সরাসরি নকআউটে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে সেই মাচ থেতে পুরো পয়েন্ট না পেলে, অর্থাৎ ড্র করলেও শেষ আটে যাওয়া নিয়ে জটিল অঙ্কের মধ্যে পড়বে ইস্টবেঙ্গল। কারণ নিয়ম অনুযায়ী, এই প্রতিযোগিতার পশ্চিমাঞ্চলের তিন গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল যাবে নকআউটে। বসুন্ধরার বিরুদ্ধে যে ছন্দে খেলেছে ইস্টবেঙ্গল তাতে এই ম্যাচ জেতার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নেই।    

চোটের জন্য অনিশ্চিত হেক্টর
বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পান হেক্টর। শুক্রবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলেই আশা ইস্টবেঙ্গলের। অস্কার ব্রুজো বলেন,  'হেক্টর ইউস্তে এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করছিল, সে এই ম্যাচে আমাদের সাফল্যের অংশ। মাঝখানে তাঁর পেশীর সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখনই এই নিয়ে কোনও কিছু বলা সম্ভব নয়। তবে আমি আশা করি আমরা তাঁকে ফিট করে আনতে পারব। সেটা সম্ভব না হলে আমাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকবে।' 

Advertisement

Advertisement