East Bengal vs Peerless Match: বৃষ্টিতে হল না ইস্টবেঙ্গল vs পিয়ারলেস ম্যাচ, কবে রিম্যাচ?

বৃষ্টির কারণে বাতিল হল কলকাতা লিগে (Kolkata League) ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস (East Bengal vs Peerless) ম্যাচ। অতি বৃষ্টির কারণে খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার । আগামিকাল দুপুর ১ টা হতে চলেছে ম্যাচটি। জানান হয় আইএফএ-এর (IFA) পক্ষ থেকে। ম্যাচটি ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে।

Advertisement
বৃষ্টিতে হল না ইস্টবেঙ্গল vs পিয়ারলেস ম্যাচ, কবে রিম্যাচ?East Bengal

বৃষ্টির কারণে বাতিল হল কলকাতা লিগে (Kolkata League) ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস (East Bengal vs Peerless) ম্যাচ। অতি বৃষ্টির কারণে খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার । আগামিকাল দুপুর ১ টা হতে চলেছে ম্যাচটি। জানান হয় আইএফএ-এর (IFA) পক্ষ থেকে। ম্যাচটি ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে।

এদিন নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে খেলার কথা ছিল বিনো জর্জের (Bino George) ছেলেদের। ম্যাচের সামান্য কিছু আগে থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই বিপত্তি। আলোর সমস্যা ও বজ্রবিদ্যুতের জন্য ম্যাচটি নির্দিষ্ট সময়ে শুরু করা যাচ্ছিল না। ম্যাচ কমিশনার প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ বাতিল করার ঘোষণা করে। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'আজ ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম পিয়ারলেস এসসি-র মধ্যে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি প্রচণ্ড বৃষ্টি, কম আলো ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। রেফারি ও ম্যাচ কমিশনার ৪০ মিনিট অপেক্ষা করেও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিল বলে ঘোষিত করেন।'

আসলে আগে আগে ম্যাচ শুরু করা গেলে বৃষ্টির জন্য ম্যাচে বিঘ্ন ঘটলেও তা শেষ করা যাবে অন্তত। এর আগে মহমেডান বনাম সুরুচি সঙ্ঘ ম্যাচে সাদা কালো শিবির পিছিয়ে ছিল একটি ম্যাচে, সেই ম্যাচও মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আইএফএ এতদিন দুপুর তিনটেয় ম্যাচ শুরু করলেও প্রবল বৃষ্টি এবং খারাপ আলো যাতে খেলা বাতিলের কারণ হয়ে দাঁড়িয়ে লিগের ফিক্সচারে প্রভাব না ফেলে, সেই জন্য ম্যাচের সময় লিগের বাকি ম্যাচেও এগিয়ে আনতে পারে।

চলতি কলকাতা লিগে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে প্রায় উঠে গেলেও ভাল ছন্দ বজায় রাখাই লক্ষ্য ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের। বিনো জর্জের দলের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে পিয়ারলেস। 

Advertisement

POST A COMMENT
Advertisement