scorecardresearch
 

East Bengal: ফুটবলারই নেই ইস্টবেঙ্গলে! কীভাবে কলকাতা লিগে নামবে লাল-হলুদ?

১৩ জুলাই রেনবো-র বিরুদ্ধে কলকাতা লিগে (Kolkata League 2023) প্রথম ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। মাত্র পাঁচদিন বাকি রয়েছে প্রথম ম্যাচের আগে। তবে এখনও লাল-হলুদের দল এখনও তৈরি নয়। এর সঙ্গে জুড়ে গিয়েছে ফুটবলারদের চোট।   

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল

১৩ জুলাই রেনবো-র বিরুদ্ধে কলকাতা লিগে (Kolkata League 2023) প্রথম ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। মাত্র পাঁচদিন বাকি রয়েছে প্রথম ম্যাচের আগে। তবে এখনও লাল-হলুদের দল এখনও তৈরি নয়। এর সঙ্গে জুড়ে গিয়েছে ফুটবলারদের চোট।   

স্ট্রাইকার জেসিন টিকে (Jesin TK) চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন। মাঠে ফিরতে তাঁর আরও অনেকটা সময় লাগবে। গোড়ালিতে বড় চোট পেয়েছেন আরও এক ফুটবলার মহীতোষ রায়। হাঁটুর ব্যথায় কাবু উইঙ্গার রোশাল। তিনিও অনুশীলনে নামতে পারছেন না। ফলে গোল করার লোক নেই ইস্টবেঙ্গলে। ঘরের মাঠে রেনবোর বিরুদ্ধে মুখ পুড়তে পারে ইস্টবেঙ্গলের। শুধু তাই নয়, বিভিন্ন পজিশনে ফুটবলারদের অভাবও রয়েছে। সেই জন্য এখনও চলছে ট্রায়াল। অন্যরাজ্য থেকে প্রতিদিনই প্রচুর ফুটবলার আসছেন। ট্রায়াল হলেও লাভ হচ্ছে না। সমস্যা এখানেই শেষ নয়। ইস্টবেঙ্গলের প্র্যাকটিস কিটও নেই। অনুশীলনের জন্য এখনও নির্দিষ্ট কোনও জার্সিও তৈরি করা হয়নি। ব্যক্তিগত জার্সি পরে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থা। বড় ক্লাবের ক্ষেত্রে যা ভাবাই যায় না। লগ্নিকারী সংস্থা এখনও পর্যন্ত কিট স্পনসরই জোগাড়ে ব্যর্থ।

খাবারের মান নিয়েও তীব্র অসন্তোষ দানা বাঁধছে ফুটবলারদের মধ্যে। একেবারে খারাপ মানের খাবার দেওয়া হচ্ছে তাঁদের। যদিও ইমামি কর্তারা এ কথা মানতে নারাজ। তাদের দাবি কোনও সমস্যা নেই। ইস্টবেঙ্গল ফুটবলারদের কলা, আপেল, ডিম সেদ্ধ, চিকেন স্যান্ডউইচ আর ফ্রুট জুস দেওয়া হচ্ছে। আর সেই খাবারের মানও খুব খারাপ।
 
মুখে ইয়ুথ ডেভেলপমেন্টের কথা বলছেন বটে ইমামি কর্তারা, তবে কাজের কাজ হচ্ছে না। বাজেট বাড়লেও তা আইএসএল-এর জন্যই শুধু ব্যবহার করা হচ্ছে। ফলে কলকাতা লিগে খেলা ফুটবলারদের ভুগতে হচ্ছে। এমনটাই অভিযোগ। পাড়ার ক্লাবের মতো মাসিক ১০-১৫ হাজার টাকার চুক্তি করা হচ্ছে ফুটবলারদের সঙ্গে। এমনটাই সূত্রের খবর। ফলে দায়সারা ভাবেই কলকাতা লিগের দল তৈরি করছে ইমামি ইস্টবেঙ্গল। ক্লাব কর্তারা যদিও একেবারেই নিরুপায়। 
এমন অবস্থা নিয়ে রীতিমত ধুঁকছে ইস্টবেঙ্গল। পরিস্থিতি যা তাতে, পাড়ার ক্লাবের থেকেও খারাপ অবস্থা লাল-হলুদের। যদিও কিছুই মানতে নারাজ ইমামি কর্তারা।  
 
 

আরও পড়ুন

Advertisement

Advertisement