scorecardresearch
 

Emami East Bengal: লক্ষ্য দীর্ঘমেয়াদি ফল, ভালো দল গড়ার পাশাপাশি পরিকাঠামোতেও জোর ইমামি ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল নিয়ে অনেক নতুন পরিকল্পনা রয়েছে। এমনটাও জানিয়ে গেলেন আদিত্য আগারওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমামি কর্তা বলেন, 'আমরা শুনেছি ক্লাবের পরিকাঠামো বেশ ভাল। আমরা সেটা দেখব। তবে আরও উন্নতি করব।' নতুন ফুটবলার সই করার ব্যাপারে আশাবাদী কর্তারা। তাদের মতে, কঠিন হলেও এখনও ভাল দল গড়া সম্ভব। দেবব্রত সরকার বলেন, 'আমরা দরকার হলে ট্রান্সফার ফি দিয়ে ভাল ফুটবলারের সঙ্গে চুক্তি করব। ৪-৫ জন এমন ফুটবলারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা আশাবাদী তাদের সই করাতে পারব।''

Advertisement
চুক্তি সই করল ইমামি ইস্টবেঙ্গল চুক্তি সই করল ইমামি ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • ভাল দল গড়ার লক্ষ্যে কাজ শুরু করল ইমামি ইস্টবেঙ্গল
  • কিছুদিনের মধ্যেই শুরু অনুশীলন

ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি সই হয়ে গেল। তবে কত শতাংশ শেয়ার থাকবে ইস্টবেঙ্গলের কাছে তা নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। মঙ্গলবার চুক্তি সই হওয়ার পর জানা গেল ইস্টবেঙ্গলের শেয়ার ২৩ শতাংশ। বাকি ৭৭ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখছে ইমামি। বোর্ড থাকছেন সাত জন ইমামির প্রতিনিধি আর ইস্টবেঙ্গল থেকে থাকছেন তিন প্রতিনিধি। 

ইস্টবেঙ্গল নিয়ে অনেক নতুন পরিকল্পনা রয়েছে। এমনটাও জানিয়ে গেলেন আদিত্য আগারওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমামি কর্তা বলেন, 'আমরা শুনেছি ক্লাবের পরিকাঠামো বেশ ভাল। আমরা সেটা দেখব। তবে আরও উন্নতি করব।' নতুন ফুটবলার সই করার ব্যাপারে আশাবাদী কর্তারা। তাদের মতে, কঠিন হলেও এখনও ভাল দল গড়া সম্ভব। দেবব্রত সরকার বলেন, 'আমরা দরকার হলে ট্রান্সফার ফি দিয়ে ভাল ফুটবলারের সঙ্গে চুক্তি করব। ৪-৫ জন এমন ফুটবলারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা আশাবাদী তাদের সই করাতে পারব।''

শুধু অন্য দল থেকে ফুটবলার নেওয়া নয়, নতুন ফুটবলার তৈরি করতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। ইমামি কর্তা বলেন, ''এখন এগ্রিমেন্ট করে ভাল দল গড়তে হবে। গ্রাসরুট থেকে ফুটবলার তৈরি করব। ক্লাবে ফেসিলিটি তৈরি করা হবে।''                    

এই অনুষ্ঠানে আদিত্য আগারওয়াল বলেন, "আজকের এই দিনের জন্য অনেকদিন অপেক্ষা করেছি। এক নতুন পথে যাত্রা শুরু করলাম আমরা। ইস্টবেঙ্গল ক্লাব বাঙালির আবেগ- ট্র্যাডিশন। ইমামিও শুধু একটা কোম্পানি নয়। আমাদের  কিছু দায়িত্ব রয়েছে। কলকাতা শহরেই ইমামির জন্ম। এখানেই বড় হয়েছি। আমরা তাই শহরের আবেগটা বুঝি। সেই আবেগ আর ট্র্যাডিশনকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।''

তবে তাঁরা যে অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছেন তা কার্যত স্বীকার করে নিলেও দল ভাল হবে বলেই আশাবাদী ইমামি কর্তা আদিত্য আগারওয়াল বলেন, ''আমরা কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছি। এটা ঠিক। শেষ এক-দেড় মাসে আমরা যে ভাবে কাজ করেছি তাতে পিছিয়ে আমরা হারান জমি উদ্ধার করব। আমাদের বিশ্বাস রয়েছে। আপনাদের বিশ্বাস থাকতে হবে। ধৈর্য রাখতে হবে। সমস্ত ফ্যানদের কাছে আমাদের এটাই অনুরোধ। ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হল। আমাদের কমিটমেন্ট অনেক বেশি। ইমামিকে ইস্টবেঙ্গলের দরকার শুধু নয়। ইস্টবেঙ্গলেরও ইমামিকে দরকার।''

Advertisement


        

Advertisement